ভারতের বিরুদ্ধে প্রথম ব্যাট করে বিরাট স্কোর ইংরেজদের

ওয়েব ডেস্ক: পুনেতে একদিনের সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতের বিরুদ্ধে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫০ রান তুলল ইংল্যান্ড। একদিনের ক্রিকেটে প্রথমবার দেশের অধিনায়ক করতে নেমে টস জেতেন বিরাট কোহলি। তিনি প্রথমে ব্যাট করতে পাঠান ইংরেজদের। ওপেনার হেলস মাত্র ৯ রান করলেও, অন্য ওপেনার জেসন রয় মাত্র ৬১ বলে ৭৩ রান করেন। জো রুটও করে যান ৭৮ রান। ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গ্যান করেন ২৮ রান। বাটলারের অবদান ৩১ রান। বেন স্টোকস খেলেন মাত্র ৪০ বলে ৬২ রানের ইনিংস। ১৭ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস মইন আলিরও।

আরও পড়ুন মোদীর রাজ্য ক্রিকেটে প্রথমবার ভারত সেরা পার্থিবের দুর্দান্ত পারফরম্যান্সে

সব মিলিয়ে ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩৫০ রান তোল ইংরেজরা। ভারতের হয়ে দুটো করে উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া এবং যশপ্রিত বুমরাহ। একটি করে উইকেট পেয়েছেন উমেশ যাদব এবং রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন  টি২০ ক্রিকেটকে আন্তর্জাতিক স্তরেই চান না মিকি আর্থার

English Title: 
India won the toss and elected to field
News Source: 
Home Title: 

ভারতের বিরুদ্ধে প্রথম ব্যাট করে বিরাট স্কোর ইংরেজদের

ভারতের বিরুদ্ধে প্রথম ব্যাট করে বিরাট স্কোর ইংরেজদের
Yes
Is Blog?: 
No
Section: