ক্রিকেটে এশিয়া জয় করল ভারতীয় মহিলারা

টিটোয়েন্টি এশিয়া কাপ জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ফাইনালে তাঁরা ১৮ রানে পাকিস্তানকে হারায়। এই জয়ে চলতি বছরের সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় মহিলা টিটোয়েন্টি বিশ্বকাপের পরাজয়ের গ্লানি মুছল। ক্যাপটেন মিতালি রাজ আর ফাস্ট বোলার ঝুলন গোস্বামী না থাকা সত্ত্বেও ভারতীয় মহিলা ক্রিকেটারদের এই দুরন্ত জয় ধোনিবাহিনীকে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিল।

Updated By: Oct 31, 2012, 04:44 PM IST

টিটোয়েন্টি এশিয়া কাপ জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ফাইনালে তাঁরা ১৮ রানে পাকিস্তানকে হারায়। এই জয়ে চলতি বছরের সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় মহিলা টিটোয়েন্টি বিশ্বকাপের পরাজয়ের গ্লানি মুছল। ক্যাপটেন মিতালি রাজ আর ফাস্ট বোলার ঝুলন গোস্বামী না থাকা সত্ত্বেও ভারতীয় মহিলা ক্রিকেটারদের এই দুরন্ত জয় ধোনিবাহিনীকে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিল।
প্রথমে টসে জিতে ক্যাপটেন হরমনপ্রীত কউর ব্যাট করার সিদ্ধান্ত নেন। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। পুনম রাউতের ২৫ রানই স্কোর বোর্ডে সর্বোচ্চ। পুনম ছাড়া একমাত্র হরমনপ্রীত কউরের ২০ রান ছাড়া ব্যাটিং-এ মোটেই সুবিধা করতে পারেননি তাঁরা।
ক্যাপটেনের ব্যক্তিগত ২০ রান আর পুনম রাউত সর্ব্বোচ ২৫ রান ছাড়া কেউ পাকিস্তান বোলারদের কাছে সুবিধা করতে পারেনি।
মাত্র ৮১ রানেই ভারতীয় ইনিংসে দাড়ি পড়ে যায়। পাকিস্তানের লেগ স্পিনার সানা মীর ১৩ রানে ৪ উইকেট নেন। কিন্তু মাত্র ৮২ রান তাড়া করতে গিয়েই ভারতীয় বোলারদের কাছে পাকিস্তান ব্যাটিং লাইন আপ হোঁচট খেতে শুরু করে। ঝুলন গোস্বামীর মতো অভিজ্ঞ বোলার না খেললেও অর্চনা, নিরঞ্জনারা আজ পাকিস্তান ব্যাটিং অর্ডারকে দাঁড় করিয়ে নাকানি চোবানি খাইয়েছে। মাত্র ৬৩ রানে পাকিস্তানের দৌড় শেষ হয়ে যায়। ম্যাচের সেরা হন পুনম রাউত।

.