এশিয়াড: স্কোয়াশের হাত ধরে এল তৃতীয় সোনা, অব্যাহত শুটারদের স্বপ্নের দৌড়

এশিয়াডে স্কোয়াশে ভারতের সাফল্য অব্যাহত। অষ্টম দিন ভারতের ঝুলিতে সোনা এবং রুপো এল স্কোয়াশ থেকে। ভারতকে তৃতীয় সোনা এনে দিল ভারতীয় পুরুষ স্কোয়াশ দল। ফাইনালে মালয়েশিয়াকে ২-০ ব্যবধানে হারায় ভারতীয় পুরুষ স্কোয়াশ দল। ভারতের সোনাজয়ী দলের অন্যতম সদস্য হলেন কলকাতার সৌরভ ঘোষাল।   

Updated By: Sep 27, 2014, 05:34 PM IST
এশিয়াড: স্কোয়াশের হাত ধরে এল তৃতীয় সোনা, অব্যাহত শুটারদের স্বপ্নের দৌড়

ইনচিয়ন: এশিয়াডে স্কোয়াশে ভারতের সাফল্য অব্যাহত। অষ্টম দিন ভারতের ঝুলিতে সোনা এবং রুপো এল স্কোয়াশ থেকে। ভারতকে তৃতীয় সোনা এনে দিল ভারতীয় পুরুষ স্কোয়াশ দল। ফাইনালে মালয়েশিয়াকে ২-০ ব্যবধানে হারায় ভারতীয় পুরুষ স্কোয়াশ দল। ভারতের সোনাজয়ী দলের অন্যতম সদস্য হলেন কলকাতার সৌরভ ঘোষাল।   

প্রথম ম্যাচ জিতে ভারতকে লিড এনে দেন হরিন্দর পাল সিং সাঁধু। দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জেতেন সৌরভ। অন্যদিকে দিনের প্রথম দিকে ভারতকে রুপো এনে দেয় ভারতের মহিলা দল। ফাইনালে মালয়েশিয়ার কাছে শূন্য-দুই গেমে হেরে যান ভারতীয় মহিলা স্কোয়াশ খেলোয়াড়রা। প্রথম ম্যাচে আনাকা আলাঙ্কামোনি হেরে যাওয়ার পর জয়ের ভার চলে আসে দীপিকা পাল্লিকালের কাঁধে। কিন্তু তিনিও মালয়েশিয়ার প্রতিপক্ষের কাছে স্ট্রেট গেমে হেরে যাওয়ার ফলে রুপো পেয়ে সন্তুষ্ট থাকতে হয় ভারতকে।

এশিয়ান গেমসে ভারতীয় শুটারদের স্বপ্নের দৌড় চলছেই। শুক্রবার দলগত বিভাগে রুপো জয়ের পর শনিবার ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতলেন চৈন সিং। পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পোজিশন বিভাগে ব্রোঞ্জ জিতলেন তিনি। চারশো একচল্লিশ দশমিক সাত পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতলেন চৈন। এই বিভাগে কোয়ালিফাইং রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন গগন নারাং এবং সঞ্জীব রাজপুত।

সোনা এবং রুপো দুটিই জিতেছেন চিনা তিরন্দাজরা। ব্যক্তিগত বিভাগে পদক জিতলেও দলগত বিভাগে অল্পের জন্য পদক হাতছাড়া করলেন ভারতীয় শুটাররা। চতুর্থ স্থানে শেষ করেছেন গগন নারাং, চৈন সিং, সঞ্জীব রাজপুত ত্রয়ী।

.