আজ বিশ্বজয়ের হাতছানি ভারতের সামনে। ফাইনালে জয়ধ্বনী বনাম লঙ্কার ঝাল
টি২০ ক্রিকেটের জগত্সভায় ফের শ্রেষ্ঠ আসন নেওয়ার ল়ডাইয়ে আজ নামছে ভারত। রবিবার সন্ধ্যায় টি ২০ বিশ্বকাপের ফাইনালে মহেন্দ্র সিং ধোনির দলের মুখোমুখি শ্রীলঙ্কা। এই প্রতিযোগিতার ফর্ম যদি বিচার্য হয় তাহলে ভারত অনেকটাই এগিয়ে থাকছে আজকের ফাইনালে। তবে টি২০ ক্রিকেটে ফর্ম নয় দিনটাই শেষ কথা হয়ে দাঁড়ায়, সে তো সবারই জানা।
টি২০ ক্রিকেটের জগত্সভায় ফের শ্রেষ্ঠ আসন নেওয়ার ল়ডাইয়ে আজ নামছে ভারত। রবিবার সন্ধ্যায় টি ২০ বিশ্বকাপের ফাইনালে মহেন্দ্র সিং ধোনির দলের মুখোমুখি শ্রীলঙ্কা। এই প্রতিযোগিতার ফর্ম যদি বিচার্য হয় তাহলে ভারত অনেকটাই এগিয়ে থাকছে আজকের ফাইনালে। তবে টি২০ ক্রিকেটে ফর্ম নয় দিনটাই শেষ কথা হয়ে দাঁড়ায়, সে তো সবারই জানা।
ভারত চলতি টি২০ বিশ্বকাপে সব ম্যাচে জিতেছে।`পারফেক্ট ক্রিকেট` বলে যদি কোনও কথা হয় তাহলে ধোনিরা চলিত টি২০ বিশ্বকাপে খেলেছে। কিন্তু এরপরেও বলা যাচ্ছে না ফাইনালে ভারত অনেকটা এগিয়ে। কারণ টি২০ ক্রিকেটের খামেখেয়ালি মনোভাব আর শ্রীলঙ্কার স্পিনাররা। কার্যত কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ড ও সেমিফাইনালে গেইলদের বিরুদ্ধে যেভাবে দুরন্ত পারফরম্যান্স করেন মেন্ডিসরা, তাতে একটা ভয় থাকছে। অবশ্য কোহলি, রায়নারা থাকলে ভয়টা সেভাবে দানা বাঁধে না।
ভারতের আরও একটা ভয় থাকছে তাহল জয়বর্ধন আর সাঙ্কাকারা। এই ম্যাচের পরই টি২০ থেকে অবসর নিয়ে নেবেন শ্রীলঙ্কান ক্রিকেটের এই দুই নক্ষত্র। লঙ্কান ক্রিকেটাররা চাইবেন জান লড়িয়ে খেলে বিশ্বকাপটা সাঙ্গা, জয়বর্ধনেদের ফেয়ারওয়েল গিফট হিসাবে দিতে। যতই হোক ২০১১ বিশ্বকাপে ওয়াংখেড়ের ফাইনালে সাঙ্গা,জয়বর্ধনেরা চোখ মুছঠতে মুছতে মাঠ ছেড়েছিলেন। ওয়াংখেড়ের বদলা আজ ঢাকায় নেওয়ার শপথ শ্রীলঙ্কানদের। তবে কী শপথটপথ স্লোগানই থেকে যাবে যদি অশ্বিন ঘোরান, কোহলি চালান, আর রায়না দেখান...