IND vs ENG | World Cup 2023: হাতে কালো কাপড় বেঁধে খেলছে ভারত! কেন এমনটা করছেন রোহিতরা?

India wear black armbands in honour of late Bishan Singh Bedi: কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদীকে শ্রদ্ধা জানাতে ভারতীয় দল হাতে বেঁধেছে কালো ব্যান্ড। কিছুদিন আগেই কিংবদন্তি স্পিনার ও অধিনায়ক বিষেণকে হারিয়েছে ভারতীয় ক্রিকেট।  

Updated By: Oct 29, 2023, 05:23 PM IST
IND vs ENG | World Cup 2023: হাতে কালো কাপড় বেঁধে খেলছে ভারত! কেন এমনটা করছেন রোহিতরা?
মারমুখী মেজাজে রোহিত শর্মা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপে  (World Cup 2023) পাঁচ ম্য়াচ খেলে, পাঁচ ম্য়াচই জিতেছে টিম ইন্ডিয়া। একেবারে ১০০ শতাংশ জয়ের রেকর্ড ধরে রেখেই রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং, ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG,World Cup 2023) খেলতে নেমেছে লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow)। রবিবার টস জিতে জস বাটলার (Jos Buttler) ব্য়াট করতে পাঠিয়েছেন ভারতকে। এদিন ভারতীয় দলের জার্সি খেয়াল করলে দেখা যাবে যে, হাতার নীচে কালো কাপড় বাঁধা! এখন প্রশ্ন কেন রোহিতরা ব্ল্যাক আর্ম ব্য়ান্ড বেঁধেছেন। 

আরও পড়ুন: Virat Kohli | IND vs ENG: ৯ বলে ০! যা আগে কখনও ঘটেনি, সেটাই এবার ঘটল 'রাজা'র সঙ্গে

বিসিসিআই এক্স অ্যাকাউন্টে (সাবেক ট্যুইটার) পোস্ট করে জানিয়েছে যে, প্রয়াত প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদীকে শ্রদ্ধা জানাতেই বিরাটরা হাতে বেঁধেছেন কালো ব্য়ান্ড। গত ২৩ অক্টোবর বিষেণ ৭৭ বছর বয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভারতের ক্রিকেটের ইতিহাসে বিষেণের নাম সোনার হরফে লেখা থাকবে। বাঁহাতি স্পিনার একটা সময়ে একাই সামলেছিলেন ভারতীয় বোলিং আক্রমণকে। দেশ হোক বিদেশ, বুক চিতিয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

এবার আসা যাক ম্য়াচের প্রসঙ্গে। এদিন টস জিতে জস বাটলার ব্য়াট করতে পাঠিয়েছেন ভারতকে। ব্য়াট করতে নেমেই ভারত রীতিমতো চাপে পড়ে গিয়েছে। ১২ ওভারের মধ্যে মাত্র ৪০ রান তুলতে গিয়েই চলে যায় তিন উইকেট। রোহিত ও শুভমন গিল ওপেন করতে নেমেছিলেন। ক্রিস ওকসের গুড লেন্থ বলে লাইন মিস করে শুভমন ক্লিন বোল্ড হয়ে যান। ১৩ বলে ৯ রান করে ফেরেন তিনি। রোহিতের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ডে ২৬ রান যোগ করেছিলেন শুভমন। এবার তিনে নামেন বিরাট কোহলি। নয় বল খেলে কোনও রান না করেই ফিরে যান তিনি। বিরাটের পর শ্রেয়সও ফিরে যান মাত্র চার রান করে। ওকসের শিকার হন তিনি। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভারত ২৫ ওভারে তুলেছে ১০০ রান। রোহিত ব্য়াট করছেন ৫৭ রানে। রাহুল তাঁকে সঙ্গ দিচ্ছেন ৩০ রানে।  

আরও পড়ুন: Danish Kaneria: 'সবার আগে সনাতন ধর্ম', মুসলিম হতে জোরাজুরি আফ্রিদির! বিস্ফোরক পাক হিন্দু ক্রিকেটার

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

.