India vs WI: অশ্বিনের ৫ উইকেটে প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত, ম্যাচে ফিরতে পারবে উইন্ডিজরা?

চব্বিশ বছর বয়সী অ্যাথানাজেই একমাত্র ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান যিনি ভারতের বোলিং-এর বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা করেছিলেন। গত মাসে, তিনি ওয়ানডে অভিষেকেই দ্রুততম হাফ সেঞ্চুরি করেছিলেন। বুধবার, এই বাঁহাতি ব্যাটার দেখিয়েছিলেন যে টেস্ট ক্রিকেটেও তিনি দ্রুত নিজের জায়গা বানানোর ভাবনায় রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ পর পর উইকেট হারানোয়, অ্যাথানাজে সতর্ক কিন্তু আগ্রাসি ব্যাটিং করেছিলেন।

Updated By: Jul 13, 2023, 11:46 AM IST
India vs WI: অশ্বিনের ৫ উইকেটে প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত, ম্যাচে ফিরতে পারবে উইন্ডিজরা?
ছবি: ট্যুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেস্ট ক্রিকেটে অশ্বিনের ৩৩তম পাঁচ উইকেট ভারতকে উইন্ডসর পার্কে প্রথম টেস্টের প্রথম দিনে চালকের আসনে বসিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের মাত্র ১৫০ রানে ১০ উইকেট তুলে নেয় ভারত। এরপরে রোহিত শর্মা এবং এই ম্যাচে অভিষেককরা যশস্বী জয়সওয়ালের মধ্যে ৮০ রানের জুটি ভারতকে আরও শক্তিশালী অবস্থান দিয়েছে। এর উপর নির্ভর করে এই মুহূর্তে ম্যাচের উপর নিজেদের দখল নিয়েছে ভারত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাদ পড়ার পরে প্রথম একাদশে ফিরেই, অশ্বিন প্রথম সেশনে তেজনারায়ণ চন্দরপল এবং ক্রেগ ব্র্যাথওয়েটকে, দ্বিতীয় সেশনে আলজারি জোসেফ এবং অভিষেক করা অ্যালিক অ্যাথানাজেকে আউট করেন। এরপরে জোমেল ওয়ারিক্যানের উইকেট নিয়ে ইনিংস শেষ করেন তিনি। পাশপাশি, তাঁকে যোগ্য সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। তিনি তিনটি উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন: Lionel Messi: কবে অবসর নেবেন? স্পষ্ট ইঙ্গিত দিয়ে কী বললেন মেসি? জেনে নিন

চব্বিশ বছর বয়সী অ্যাথানাজেই একমাত্র ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান যিনি ভারতের বোলিং-এর বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা করেছিলেন। গত মাসে, তিনি ওয়ানডে অভিষেকেই দ্রুততম হাফ সেঞ্চুরি করেছিলেন।

বুধবার, এই বাঁহাতি ব্যাটার দেখিয়েছিলেন যে টেস্ট ক্রিকেটেও তিনি দ্রুত নিজের জায়গা বানানোর ভাবনায় রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ পর পর উইকেট হারানোয়, অ্যাথানাজে সতর্ক কিন্তু আগ্রাসি ব্যাটিং করেছিলেন।

আরও পড়ুন: Ravichandran Ashwin, WI vs IND: রোহিত-দ্রাবিড়কে কড়া বার্তা! মাঠে নেমেই বিরল রেকর্ড গড়লেন অশ্বিন

ভারত যখন ব্যাট করতে নামে, তখন রোহিত প্রাথমিকভাবে বেশিরভাগ রান করেন। অন্যদিকে জয়সওয়াল ১৬ বল ব্যাট করে প্রথম রান করেন। বাঁ-হাতি জয়সওয়াল ব্যাকওয়ার্ড পয়েন্টে জোসেফকে চার মেরে নিজ খাতা খোলেন। ইনিংস যত এগিয়েছে তত নিজের স্কোরিং রেট বাড়িয়ে দেন তিনি। অধিনায়ক রোহিতের থেকে বেশি রানে দিন শেষ করেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের স্পিনার, রাহকিম কর্নওয়াল এবং ওয়ারিকানও সুযোগ পেয়েছিলেন। শুরুতে রোহিত এবং জয়সওয়াল তাদের মোকাবিলা করতে একটু সমস্যার সম্মুখীন হয় কারণ পিচ ততক্ষণে গতি হারিয়েছিল। যদিও ভারতীয় ব্যাটাররা দ্রুত সমস্যা কাটিয়ে ওঠে। দিনের শেষ ওভারে, জয়সওয়াল ওয়ারিকানকে রিভার্স-সুইপ মেরে চার রান করেন।

এর আগে, ব্র্যাথওয়েট টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল যেখানে প্রচুর আর্দ্রতা ছিল। মোহাম্মদ সিরাজ এক ওভারে তিনবার ব্র্যাথওয়েটের বাইরের প্রান্তকে পরাস্ত করার জন্য পৃষ্ঠের বাইরে নড়াচড়া খুঁজে পেলেন কিন্তু তিনি একাধিকবার লেগ সাইডে স্ট্রে গিয়েছিলেন। জয়দেব উনাদকাট অনেক বেশি সুশৃঙ্খল ছিলেন, দুটি মেডেন বোলিং করেন এবং তার প্রথম চার ওভারে মাত্র চার রান দেন।

নবম ওভারের শুরুতেই আক্রমণে ঢুকে পড়েন অশ্বিন। তিনি তার প্রথম বলেই চন্দরপলের ইনসাইড এজ খুঁজে পেলেন কিন্তু তা শর্ট লেগে চলে যায়।

অফস্পিনারকে অবশ্য বেশিদিন অস্বীকার করার ছিল না। তার তৃতীয় ওভারে, অশ্বিন উইকেটের চারপাশ থেকে ক্রিজের চওড়া যান এবং মিডল স্টাম্পের চারপাশে বল পেয়ে যান। চন্দরপল সামনের পায়ে রক্ষা করতে চেয়েছিলেন কিন্তু বলটি বাইরের প্রান্তকে পরাস্ত করার জন্য যথেষ্ট টার্ন করেছিল এবং অফ অফ টপকে আঘাত করেছিল। অতীতে চারবার শিবনারায়ণ চন্দরপলের জন্য অ্যাকাউন্ট করে, অশ্বিন টেস্ট ক্রিকেটে পিতা-পুত্র জুটিকে আউট করার পঞ্চম বোলার হয়েছিলেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.