অ্যান্টিগাতে দলে নেই যুবি?

Updated By: Jun 26, 2017, 10:17 PM IST
অ্যান্টিগাতে দলে নেই যুবি?

 

 

ব্যুরো: ব্যাটে রান নেই। সমালোচনার ঝড় বইছে। ঘাড়ের উপর নিশ্বাস ফেলছেন ঋষভ পন্থ। চাপ আর নিতে পারলেন না। রানে ফিরতে তাই চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি গায়ে চাপিয়েই ব্যাট করতে নেমে পড়লেন যুবরাজ সিং। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের অফিসিয়াল জার্সি পরলেন না। কিন্তু তাতেও কাজ হল না। ত্রিনিদাদে দ্বিতীয় একদিনের ম্যাচেও রান পেলেন না। মাত্র চোদ্দ রানে ফিরলেন। তাহলে কি অ্যান্টিগাতেই দল থেকে বাদ পড়তে চলেছেন যুবি। ইঙ্গিত কিন্তু সেরকমই। কারণ অ্যান্টিগাতে দলে কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন খোদ অধিনায়ক বিরাট কোহলি। (ওয়েস্ট ইন্ডিজের ওভালে কুলদীপের নায়কোচিত অভিষেক)

 

.