নিরাপত্তা নিয়ে সমস্যা, মুম্বই থেকে সরে গেল কোহলিদের ম্যাচ

তবে ১১ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

Updated By: Nov 27, 2019, 08:09 PM IST
 নিরাপত্তা নিয়ে সমস্যা, মুম্বই থেকে সরে গেল কোহলিদের ম্যাচ

নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ও টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় দল। কোহলিদের পরবর্তী মিশন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ। ৬ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ হওয়ার কথা ছিল মুম্বইতে। তবে ওই ম্যাচ মুম্বই থেকে সরছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের বদলে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে। 

সিরিজ শুরুর আগেই নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। মুম্বই পুলিস নিরাপত্তা দেওয়ার ব্য়াপারে ভরসা দিতে পারেনি। কারণ ৬ ডিসেম্বর ড. বাবাসাহেব আম্বেকারের মৃত্যুবার্ষিকী। শহরের বিভিন্ন জায়গায় বহু মানুষের সমাগম হবে। চলবে বিভিন্ন অনুষ্ঠান। মুম্বই পুলিসের একটা বড় অংশ সেই সব অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবে। ফলে ম্যাচ হলে নিরাপত্তার অভাব দেখা দিতে পারে। তাই মুম্বই পুলিস কোনওরকম ঝুঁকি নিতে চায়নি। 

আরও পড়ুন-  কোহলিকে সমর্থন গম্ভীরের! বললেন, ''বিদেশের মাটিতে ভারতের জয় শুরু সৌরভের আমলেই''

মুম্বই পুলিসের তরফে ম্যাচ সরিয়ে নেওয়ার আবেদন জানানো হয়েছিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর কাছে। এমসিএ সব দিক বিবেচনা করে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হায়দরাবাদে সরিয়ে নেওয়ার আবেদন করে বিসিসিআই-এর কাছে। তবে ১১ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শিখর ধাওয়ান। তাঁর বদলে এসেছে সঞ্জু স্য়ামসন। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-২০ দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পান্ডে, ঋষভ পন্থ, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি ও ওয়াশিংটন সুন্দর।

.