IND vs WI: আজ শুরু একদিনের সিরিজ; কখন, কোথায় দেখবেন Live;জেনে নিন

ধারে ভারে সবদিক দিয়ে এগিয়ে কোহলি ব্রিগেড । যদিও সেই আত্মবিশ্বাসকে প্রশয় দিতে নারাজ রোহিত শর্মারা । 

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 15, 2019, 12:29 PM IST
IND vs WI: আজ শুরু একদিনের সিরিজ; কখন, কোথায় দেখবেন Live;জেনে নিন

নিজস্ব প্রতিবেদন :  ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের  পর এবার কোহলি ব্রিগেডের পাখির চোখ একদিনের সিরিজ । সেই লক্ষ্যে তিন ম্যাচের সিরিজে আজ চেন্নাইতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামছে মেন ইন ব্লুরা ।

ধারে ভারে সবদিক দিয়ে এগিয়ে কোহলি ব্রিগেড । যদিও সেই আত্মবিশ্বাসকে প্রশয় দিতে নারাজ রোহিত শর্মারা ।  দলে নেই ওপেনার শিখর ধাওয়ান । ধাওয়ানের জায়গায় মায়াঙ্ক দলে এলেও  রোহিত শর্মার ওপেনিং পার্টনার হবেন সম্ভবত কে এল রাহুল । পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডারে কিছু রদবদলের ইঙ্গিত দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট । কোহলি নিজের জায়গা ঠিক রেখে চার নম্বরে পাঠাতে পারেন শ্রেয়াস আইয়ারকে। অনুশীলনে যেটুকু ইঙ্গিত পাওয়া গেছে তাতে  পেস বোলিং-এ  মহম্মদ শামি এবং দীপক চাহার আর দুই স্পিনার যজুবেন্দ্র চাহল এবং কুলদীপ যাদব নিশ্চিত । পঞ্চম বোলার হিসেবে কোহলির পছন্দ একজন অলরাউন্ডার । সেক্ষেত্রে লড়াই হবে রবীন্দ্র জাদেজা এবং কেদার যাদবের মধ্যে।

সবকিছু মধ্যেও দু দলের ক্রিকেটাদের কপালে ভাঁজ ফেলেছে চেন্নাইয়ের আবহাওয়া। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে । শনিবার আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও স্যাঁতস্যাঁতে ভাব আছে । রবিবার সকাল থেকেই রোদ উঠেছে চিপকের আকাশে।

#আজ কোথায় হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম একদিনের ম্যাচটি?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম একদিনের ম্যাচটি হবে চেন্নাইয়ে।
#কখন শুরু ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ?
ভারতীয় সময় দুপুর ১:৩০ মিনিটে শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম একদিনের ম্যাচ।
#কোথায় দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচ Live?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম একদিনের  ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিডি ন্যাশনাল-এ।
#ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম একদিনের ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার-এ।

আরও পড়ুন - মত্ত অবস্থায় মারপিট! ভারতীয় দলের প্রাক্তন তারকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

.