India vs Sri Lanka: ভুবনেশ্বর-চাহালের তিন উইকেট, প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলল ২৭৫

চাহাল-ভুবি ৩টি করে উইকেট পেয়েছেন।

Updated By: Jul 20, 2021, 07:01 PM IST
India vs Sri Lanka: ভুবনেশ্বর-চাহালের তিন উইকেট, প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলল ২৭৫

নিজস্ব প্রতিবেদন: কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলছে। সিরিজে ১-০ পিছিয়ে থাকা শ্রীলঙ্কা মঙ্গলবারও টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

অভিষ্কা ফার্নান্ডোর (৫০) ও চরিথ আসালঙ্কার (৬৫) ব্যাটে ভর করে দাসুন শানাকার দল নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে তুলল ২৭৫। বল হাতে ছাপ রাখলে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ও দীপক চাহার (Deepak Chahar)। চাহাল-ভুবি ৩টি করে উইকেট পেয়েছেন। চাহারের ঝুলিতে এসেছে জোড়া উইকেট।

আরও পড়ুন: ৫ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে নো-বল! নেটদুনিয়ার আলোচনায় Bhuvneshwar Kumar

আরও পড়ুন: India vs Sri Lanka 2nd ODI, দেখুন ভিডিয়ো: Chahal কামাল, পরপর ২ বলে ২ উইকেট!

প্রথম ওয়ানডে ম্যাচে শানাকার দল করেছিল ২৬২। সেই রান তাড়া করে ৮০ বল হাতে রেখেই ম্যাচ ৭ উইকেটে জিতে নিয়েছিল ভারত। এদিন ভারত জিতলেই এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জিতে নেবে শিখর ধাওয়ানের দল। রাহুল দ্রাবিড়ের শিষ্যরা যে ফর্মে আছেন, তাতে করে এদিনই সিরিজ পকেটে পুরে নেবে ভারত, তা বললে অত্যুক্তি হবে না সম্ভবত।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.