Virat Kohli | IND vs SA: মাত্র ডজন রানেই কোহলি করে ফেললেন বিশ্বরেকর্ড!
বিরাট কোহলির ব্যাট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জ্বলে ওঠেনি ঠিকই। কিন্তু বিরাট মাত্র ১২ রান করেই টি-২০ বিশ্বকাপে অনন্য রেকর্ড করে ফেললেন পারথে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি টি-২০ বিশ্বকাপের বিগত দুই ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) ছিলেন দুরন্ত ছন্দে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে অপরাজিত ৮২ রান করার পর, দ্বিতীয় ম্যাচে নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে ৪৪ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেন তিনি। ব্যাক-টু-ব্যাক ঝকঝকে ফিফটি প্লাস ইনিংস খেলা কোহলির ওপর প্রত্যাশা ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। কিন্তু রবিবার পারথে প্রোটিয়াদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে (IND vs SA ,T20 World Cup 2022) কোহলির ব্যাট থেমে যায় ১১ বলে ১২ রানের ইনিংস খেলার পর। লুঙ্গি নিদির বলে কাগিসো রাবাদার হাতে ক্যাচ তুলে দেন তিনি। তবে এদিন ডজন রানেই কোহলি করে ফেললেন বিশ্বরেকর্ড! শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়বর্ধনের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টি-২০ বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করলেন 'কিং কোহলি'। ভারত আগামী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের। আর এই ম্যাচে ১৬ রান করলেই কোহলি হয়ে যাবেন আইসিসি-র এই শোপিস ইভেন্টে সব চেয়ে বেশি রান করা ব্যাটার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেই কোহলি ছাপিয়ে গিয়েছিলেন টি-২০ ক্রিকেটের সম্রাট ক্রিস গেইলকে। এবার কোহলির সামনে শুধুই মাহেলা।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রানশিকারিদের তালিকা
১) মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা)- ১০১৬ রান ৩১ ম্যাচে।
২) বিরাট কোহলি (ভারত)- ১০০১ রান ২৪ ম্যাচে।
৩) ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ৯৬৫ রান ৩৩ ম্যাচে।
৪) রোহিত শর্মা (ভারত)- ৯০৪ রান ৩৫ ম্যাচে ।
৫) তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা)-৮৯৭ রান ৩৫ ম্যাচে।
এদিন টস জিতে ব্যাটিং নিয়ে কার্যত মুখ থুবড়ে পড়়ে রোহিত শর্মা অ্যান্ড কোং। টেম্বা বাভুমার দলের বোলারদের দাপটে ভারত গুটিয়ে যায় মাত্র ১৩৩ রানেই! ভারতের ব্যাটিং মহারথীদের ব্যর্থতার রাতে একমাত্র ব্যাট হাতে আলো ছড়ালেন সূর্যকুমার যাদব। ৬৮ মিনিট ক্রিজে থেকে ৪০ বলে ৬৮ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি।