লাজ বাঁচানোর ম্যাচে ফিরলেন যুবরাজ, স্টেনগানের মুখোমুখি হচ্ছে না ধোনিদের

দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে ব্রাউনওয়াশ বাঁচানোর লড়াইয়ে প্রথমে বল করছে ভারত। সেঞ্চুরিয়ানে আজকের ম্যাচে আজিঙ্কা রাহানের পরিবর্তে প্রথম একাদশে প্রত্যাবর্তন হল যুবরাজ সিংয়ের। সিরিজ আগেই জিতে যাওয়ায় দল নিয়ে পরীক্ষানিরীক্ষার পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা।

Updated By: Dec 11, 2013, 05:36 PM IST

দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে ব্রাউনওয়াশ বাঁচানোর লড়াইয়ে প্রথমে বল করছে ভারত। সেঞ্চুরিয়ানে আজকের ম্যাচে আজিঙ্কা রাহানের পরিবর্তে প্রথম একাদশে প্রত্যাবর্তন হল যুবরাজ সিংয়ের। সিরিজ আগেই জিতে যাওয়ায় দল নিয়ে পরীক্ষানিরীক্ষার পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা।

ডেল স্টেইনকে বিশ্রাম দেওয়া হয়েছে। স্টেইনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ওয়েন পার্নেলকে। প্রথম একাদশে আছেন পাকিস্তান জাত স্পিনার ইমরান তাহিরও।
দেখুন লাইভ স্কোরবোর্ড

সিরিজের প্রথম দুটো ওয়ানডেতে ভারত খুব বিশ্রীভাবে হেরে যায়। ধোনিদের সামনে আজ লজ্জা বাঁচানোর ম্যাচ। টেস্ট সিরিজের আগে আজকের ওয়ানডেতে জিততে না পারলে মানসিকভাবে একেবারে খারাপ জায়গা থেকে নামতে হবে ধোনিদের।

.