এমন উইকেট যে, গত ১৫ বছরে রেকর্ড করল দক্ষিণ আফ্রিকা

নাগপুরে তৃতীয় টেস্টের প্রথম সেশনের পর ভারত মোটেই ভাল জায়গায় নেই।

Updated By: Nov 25, 2015, 12:52 PM IST
এমন উইকেট যে, গত ১৫ বছরে রেকর্ড করল দক্ষিণ আফ্রিকা

ওয়েব ডেস্ক: নাগপুরে তৃতীয় টেস্টের প্রথম সেশনের পর ভারত মোটেই ভাল জায়গায় নেই।
৩৫ ওভারের শেষে ভারতের রান ৩ উইকেটে ১০৭।
এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
কিন্তু শিখর ধাওয়ান এখনও নিজের ফর্মের ধারে কাছে নেই। এলগারের বলে আউট হয়ে ফিরে যান মাত্র ১২ রান করে।
মুরলী বিজয় শুরুটা ভাল করলেও মর্নি মর্কেলের বলে আউট হয়ে ফেরেন ৪০ রান করে। এই নিয়ে শেষ ১০ টেস্টে এই নিয়ে ৬ বার এলবিডব্লু  আউট হলেন মুরলী।
রান পেলেন না চেতেশ্বর পূজারাও। হার্মারের বলে আউট হলেন মাত্র ২১ রান করে। আপাতত ক্রিজে রয়েছেন অধনায়ক বিরাট কোহলি (১৪) এবং অজিঙ্কা রাহানে (১২)।
এবার প্রশ্ন হল, নাগপুরের উইকেট কেমন? একটা তথ্যই যথেষ্ঠ। গত ১৫ বছরে এই প্রথম কোনও বিদেশি দলের দুই স্পিনার ভারতের বিরুদ্ধে বল করতে এলেন ম্যাচ শুরুর ১৫ ওভারের মধ্যে! তাহলেই বুঝুন, উইকেটে বল ঘোরাতে স্পিনার হওয়া একেবারেই বাধ্যতামূলক নয়। আপনি বল ফেললেই তা ঘুরবে।
আরও একটা তথ্য ভারতীয়দের জন্য। জামথায় এর আগে দক্ষিণ আফ্রিকা মাত্র একটি টেস্টেই খেলেছে। এবং সেই টেস্ট তারা জেতে এক ইনিংস এবং ৬ রানে!
তাই যতই স্পিনিং ট্র্যাক বানানো হোক, বিরাট কোহলি খুব একটা স্বস্তিতে নেই কিন্তু।

.