ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা পাল্টা দিলেন ভারতীয় বোলাররা

ভারত- ১৮৭, দক্ষিণ আফ্রিকা- ১৯৪। 

Updated By: Jan 25, 2018, 07:52 PM IST
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা পাল্টা দিলেন ভারতীয় বোলাররা

নিজস্ব প্রতিবেদন: ওয়ান্ডারার্সে সবুজ পিচে দক্ষিণ আফ্রিকার গতির পাল্টা জবাব দিলেন ভারতীয় পেসাররা। ১৯৪ রানে অলআউট প্রোটিয়াবাহিনী। মাত্র ৭ রানের লিড পেল তারা। 

প্রথম দিনেই ১৮৭ রানে অলআউট হয়েছিল টিম ইন্ডিয়া। সেই পিচে এদিন কামাল করলেন ভারতীয় বোলাররা। ভারতীয়দের বোলারদের সামনে ঘরের মাঠেই ভেঙে পড়ল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। একমাত্র হাসিম আমলাই প্রতিরোধ গড়ে তুললেন। তিনি করেন ৬১ রান। ৫টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। ভুবনেশ্বর কুমারের ঝুলিতে ৩টি উইকেট। 

জোহানেসবার্গে টসে জিতে ব্যাটিং নিয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। সবুজ গতিময় পিচে পূজারা ও কোহলি ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। ১৮৭ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ উইকেটে হার বাংলাদেশের 

মাত্র ৭ রানের লিড দক্ষিণ আফ্রিকার। ফলে তৃতীয় টেস্ট জমে উঠেছে। এই ম্যাচে আড়াইশো রান করতে পারলেও জিত নিশ্চিত। এবার স্কোর বোর্ডে রান তুলতে হবে ব্যাটসম্যানদের। 

.