দ্বিতীয় টেস্টে ব্যর্থ হলে কোহলির নিজেকে বসানো উচিত, মত সেহবাগের
দল নির্বাচন নিয়ে অধিনায়ক বিরাট কোহলিকে একহাত নিলেন বীরেন্দ্র সেহবাগ।
ওয়েব ডেস্ক: সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে বিরাট কোহলির দল নির্বাচন নিয়ে না-খুশ বীরেন্দ্র সহবাগ। ক্রিকেটজীবনে যেভাবে ভয়ডরহীন ব্যাট করতেন, সেভাবেই ভারতীয় অধিনায়ককে আক্রমণ করেছেন সহবাগ। তাঁর মন্তব্য, দ্বিতীয় টেস্টে ব্যর্থ হলে নিজেকে বসানো উচিত কোহলির।
কেপটাউনে প্রথম টেস্টে ৭২ রানে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। ওই ম্যাচে গোটা দলই ব্যর্থ হয়েছিল। সেঞ্চুরিয়নে দলে ৩টি পরিবর্তন করেছেন অধিনায়ক বিরাট কোহলি। শিখর ধবনের জায়গায় ঢুকেছেন কেএল রাহুল। ঋদ্ধিমান সাহা ও ভুবনেশ্বর কুমারের পরিবর্তে খেলছেন পার্থিব প্যাটেল ও ইশান্ত শর্মা। গত ম্যাচের সফল বোলার ভুবিকে বাদ দেওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে।
আরও পড়ুন- ক্যাচ ফেললেন পার্থিব, প্যাভিলিয়নে বসে দেখলেন ঋদ্ধি
কোহলির এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা। একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে সেহবাগ বলেন, ''এক ম্যাচ ব্যর্থ হওয়ার পরই ধবন বাদ। কোনও কারণ ছাড়াই ভুবনেশ্বরকে বসানো হল। সেঞ্চুরিয়নে পারফর্ম করতে ব্যর্থ হলে তৃতীয় টেস্টে নিজেকেও বসানো উচিত কোহলির।''
আরও পড়ুন- ঋদ্ধিমানকে খেলানো নিয়ে কোচ-অধিনায়কের মতানৈক্য
বীরেন্দ্র সেহবাগের মতে, ''ভুবনেশ্বরের আত্মবিশ্বাসে চিড় ধরতে পারে। অন্য কোনও বোলারারের জায়গায় ইশান্তকে খেলানো উচিত ছিল। কেপটাউনে ভাল খেলার পর ভুবিকে মাঠের বাইরে বসানো সঠিক সিদ্ধান্ত নয়।''