সিরিজের দিনক্ষণও জানিয়ে দিল পাকিস্তান, ভারত খেলার সিদ্ধান্ত নিল না এখনও

ভারত সম্মতি জানাক অথবা না জানাক, ভারতের সঙ্গে সিরিজ খেলার জন্য দিনক্ষণও তৈরি করে ফেলল পাকিস্তান। সিরিজের সম্ভাব্য আয়োজক দেশ হতে চলেছে শ্রীলঙ্কা। আর সেখানে সিরিজের জন্য পাকিস্তান বরাদ্দ রেখেছে ২৪ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি।

Updated By: Dec 9, 2015, 02:58 PM IST
সিরিজের দিনক্ষণও জানিয়ে দিল পাকিস্তান, ভারত খেলার সিদ্ধান্ত নিল না এখনও

ওয়েব ডেস্ক: ভারত সম্মতি জানাক অথবা না জানাক, ভারতের সঙ্গে সিরিজ খেলার জন্য দিনক্ষণও তৈরি করে ফেলল পাকিস্তান। সিরিজের সম্ভাব্য আয়োজক দেশ হতে চলেছে শ্রীলঙ্কা। আর সেখানে সিরিজের জন্য পাকিস্তান বরাদ্দ রেখেছে ২৪ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি।
এই ছোট্ট সময়ের মধ্যে পাকিস্তান, ভারতের বিপক্ষে ৩ টি একদিনের ম্যাচ এবং দুটো টি-২০ ম্যাচ খেলতে চাইছে।
প্রসঙ্গত, ১২ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরু হতে চলেছে ভারতের। সেইজন্য ভারতও রওনা দেবে ৬-৭ জানুয়ারি নাগাদ। আবার পাকিস্তানও, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার জন্য ৭ জানুয়ারি উড়ে যাবে। সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তান দুটো দেশের ক্রিকেট দলকেই শ্রীলঙ্কা থেকে সিরিজ খেলেই উড়ে যেতে হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। যদিও পাকিস্তান সিরিজের জন্য দিনক্ষণ ঘোষণা করে দিলেও, ভারতের পক্ষ থেকে এখনও সিরিজ খেলার বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

.