হ্যাঁ, এমনটাই শুধু ধোনিই পারেন
আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় এক বিজ্ঞাপনে রজনীকান্তকে নকল করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ে অনেকেই ধোনিকে ডাকেন ক্রিকেটের রজনীকান্ত নামে। রাঁচি ওয়ানডেতে অনেকটা রজনীর ভূমিকাতেই দেখা গেল ধোনিকে। যেভাবে রস টেলরকে রান আউট করলেন মাহি সেটা সত্যি অবাক করা। এই আউটের নাম দেওয়া হয়েছে ব্লাইন্ড রান আউট।
ওয়েব ডেস্ক: আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় এক বিজ্ঞাপনে রজনীকান্তকে নকল করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ে অনেকেই ধোনিকে ডাকেন ক্রিকেটের রজনীকান্ত নামে। রাঁচি ওয়ানডেতে অনেকটা রজনীর ভূমিকাতেই দেখা গেল ধোনিকে। যেভাবে রস টেলরকে রান আউট করলেন মাহি সেটা সত্যি অবাক করা। এই আউটের নাম দেওয়া হয়েছে ব্লাইন্ড রান আউট।
আরও পড়ুন- ধোনিকে এটা কী বললেন সেওয়াগ
ক্রিকেট কিপিং বা ফিল্ডিং ব্যাকারণের বাইরে গিয়ে একেবারে ধোনিগিরি। ৪৬ তম ওভারে উমেশ যাদবের বল লেগের দিকে মেরে রান নিতে গিয়ে ধবল কুলকার্নি থ্রো-টা যেভাবে রান আউট পরিবর্তন করলেন ধোনি সেটা সত্যি প্রশংসনীয়। ভগ্নাংশের ভগ্নাংশ সময় দেরি হলেও রান আউটটা হত না। এখানেই কাজে লেগে যায় ধোনির ক্রিকেটীয় উপস্থিত বুদ্ধি।
দেখুন ভিডিও
Those hands. Those @SpartanSportsAU wicketkeeping gloves ... @msdhoni #dhoni #indvnz #incredibleindia #spartan pic.twitter.com/aS2TNXit0t
— Paul Cochrane (@paulcochrane) October 26, 2016