India vs Iraq Live streaming: মাঠে নামছে সুনীলহীন ভারত, জেনে নিন খেলা দেখার সব রাস্তা
India vs Iraq Kings Cup 2023 Live streaming know where to watch: ভারতের ফুটবল ফ্যানরা ফের একবার ফুটবলের অ্যাকশন দেখতে চলেছেন। গুরপ্রীত সিং সান্ধুরা শুরু করছে কিংস কাপের অভিযান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিকেট থেকে এবার ফোকাস ফুটবলে। মাঠে নামছে ইগর স্টিমাচের ব্ল্যু টাইগার্স। থাইল্যান্ডে খেলবে কিংস কাপ (King’s Cup 2023) প্রথম ম্য়াচে মুখোমুখি ভারত-ইরাক (India vs Iraq)। ১৯৬৮ সালে শুরু হওয়া টুর্নামেন্ট এবার ৪৯ বছরে পা দিয়েছে। ৭-১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে কিংস কাপ। ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের স্থান ৯৯। সেখানে ইরাক ক্রমতালিকায় ৭০ নম্বরে। ভারত-ইরাক মুখোমুখি হচ্ছে প্রথম সেমিফাইনালে। দ্বিতীয় সেমিফাইনাল খেলবে আয়োজক থাইল্য়ান্ড ও লেবানন। দুই ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে ফাইনালে। সেমিতে হেরে যাওয়া দুই দল মুখোমুখি হবে ৯ সেপ্টেম্বর (শনিবার) তৃতীয় স্থানাধিকারী ম্যাচে। ফাইনাল হবে ১০ সেপ্টেম্বর (রবিবার)। এই নিয়ে চতুর্থবার ভারতীয় দল অংশ নিচ্ছে কিংস কাপে। শেষবার টিম ইন্ডিয়া খেলেছিল ২০১৯ সালে। ১৯৭৭ সালে ভারত কিংস কাপে ব্রোঞ্জ জিতেছিল। ভারত ছাড়া কিংস কাপে খেলবে ইরাক, থাইল্যান্ড এবং লেবানন। এই প্রতিবেদনে রইল কবে ভারত-ইরাক ম্য়াচ কবে, কোথায়, কীভাবে দেখবেন।
আরও পড়ুন: EXPLAINED | IND vs PAK: আবার শুরু হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ! পাক সফর সেরে রিপোর্ট রজার-রাজীবের
কবে হবে ভারত-ইরাক কিংস কাপের ম্য়াচ?
ভারত-ইরাক কিংস কাপ মুখোমুখি হবে ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)
কখন হবে ভারত-ইরাক কিংস কাপের ম্য়াচ?
কবে হবে ভারত-ইরাক কিংস কাপের ম্য়াচ ভারতীয় সময়ে শুরু হবে বিকেল চারটে থেকে
কোথায় হবে ভারত-ইরাক কিংস কাপের ম্য়াচ?
থাইল্যান্ডের শহর চিয়াং মাইতে অবস্থিত সেভেন হানড্রেডথ অ্য়ানিভারসারি স্টেডিয়ামে। শুধু এই ম্যাচ বলেই নয়, কিংস কাপের প্রতিটি ম্যাচই হবে এই অনুষ্ঠানে।
কোথায় দেখা যাবে ভারত-ইরাক কিংস কাপের ম্যাচ?
FIFA Plus TV এই ম্যাচের লাইভ সম্প্রচার করবে। দেখা যাবে Eurosport TV চ্যানেলেও
কিংস কাপে খেলছেন না ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। কারণ সদ্যই তিনি বাবা হয়েছেন। সুনীল যে কিংস কাপে খেলবেন না, তা আগেই জানিয়েছিলেন। সুনীল এখন তাঁর পরিবারের সঙ্গেই সময় কাটাবেন। সুনীলকে ছাড়াই ২৩ সদস্যের দল বেছে নিয়েছে স্টিমাচ। তবে সুনীল এশিয়াডে খেলবেন। কিংস কাপ শেষ হলেই শুরু হচ্ছে ভারতের এশিয়ান গেমসের অভিযান।
কিংস কাপে ভারতীয় দল: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, গুরমিত সিং। আশিস রাই, নিখিল পূজারি, সন্দেশ ঝিঙ্গন, আনোয়ার আলি, মেহতাব সিং, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, শুভশিস বসু, জিকসন সিং, থুনাওজাম, সুরেশ সিং ওয়াংজাম, ব্রেন্ডন ফার্নান্ডেজ, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, রোহিত কুমার, আশিক কুরুনিয়ান, নাওরেম মহেশ সিং, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং, রহিম আলি ও রাহুল কেপি।
এশিয়াডে ভারতীয় দল: গুরপ্রীত সিং সান্ধু, গুরমিত সিং, ধীরজ সিং মইরাংথেম, সন্দেশ ঝিঙ্গন, আনোয়ার আলি, নরেন্দ্র গেহলট, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, রোশন সিং, আশিস রাই, জিকসন সিং, সুরেশ সিং, আপুইয়া রালতে, অমরজিত সিং কিয়ান, রাহুল কেপি, নাওরেম মহেশ, শিবা শক্তি নারায়ণন, রহিম আলি, অনিকেত যাদব, বিক্রম প্রতাপ সিং, রোহিত দানু ও সুনীল ছেত্রী
আরও পড়ুন: INDIA vs BHARAT: 'আসল নাম ভারত, তবে...!' বিতর্কের আগুনে ঘি কিংবদন্তির, তাঁর মুখে এ কী কথা?