অশ্বিন-ইশান্তের দাপটে ব্যাকফুটে ইংল্যান্ড,তৃতীয় দিনেই টেস্ট জয়ের গন্ধ পাচ্ছে ভারত
লাঞ্চের পরই বাটলারকে আউট করলেন ইশান্ত।
নিজস্ব প্রতিবেদন: কথায় আছে Morning Shows the day..., শুক্রবার বার্মিংহামে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টের তৃতীয় দিনের শুরুতে জেনিংস আর জো রুটকে ফিরিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। বৃহস্পতিবার যেখানে শেষ করেছিলেন, শুক্রবার সেখান থেকেই শুরু করলেন ভারতীয় অফ স্পিনার। আর তাতেই যেন প্রথম টেস্ট জয়ের গন্ধ পেয়ে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
আরও পড়ুন - ইংল্যান্ড সফরের জন্য কেমনভাবে প্রস্তুত হয়েছিলেন বিরাট, জানালেন সচিন
জেনিংসকে ৮ রানে সাজঘরে ফেরালেন রবিচন্দ্রন। আর অশ্বিনের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে পিচে দাঁড়িয়ে রুটের অভিব্যক্তি ছিল দেখার মতো। প্রথম ইনিংসে ৮০ রান করলেও দ্বিতীয় ইনিংসে ১৪ রানে প্যাভিলিয়নে ফিরলেন ইংল্যান্ড অধিনায়ক রুট। তারপর মালান (২০), বেয়ারস্টো (২৮), স্টোকস (৬) এবং বাটলারকে (১) একে একে সাজঘরে পাঠালেন ইশান্ত শর্মা। এক উইকেটে ৯ রান নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে ৮৬ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। লাঞ্চের পরই বাটলারকে আউট করলেন ইশান্ত।
That's Lunch on Day 3 of the 1st Test.
England 287 & 86/6, lead India 274 by 99 runs.
Updates - https://t.co/HeruIJq0DO #ENGvIND pic.twitter.com/WSh4FXlxcj
— BCCI (@BCCI) August 3, 2018
প্রথম ইনিংসে মাত্র ১৩ রানের লিড ইংল্যান্ডের। তৃতীয় দিনে ইশান্ত-অশ্বিনের ধাক্কায় চাপে রুটবাহিনী। দ্বিতীয় ইনিংসে ১০০ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড। লড়াই চালাচ্ছেন স্যাম কুরান এবং আদিল রশিদ। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট অশ্বিনের ঝুলিতে। আর ইশান্ত দ্বিতীয় ইনিংসে এখনও ৪টি উইকেট নিয়েছেন। এজবাস্টনে টেস্টের তৃতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া।