IND vs ENG 1st Test Series: কোথায়, কখন, কীভাবে দেখবেন ম্যাচ? জেনে নিন

বাজিমাত করবেন বিরাটরা? নজর সকলের

Updated By: Aug 4, 2021, 10:47 AM IST
IND vs ENG 1st Test Series: কোথায়, কখন, কীভাবে দেখবেন ম্যাচ? জেনে নিন

নিজস্ব প্রতিবেদন: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ (India vs England 1st Test Series )শুরু হচ্ছে আজ। দুই হেভিওয়েটের যুদ্ধ দেখতে উদগ্রীব ক্রিকেটপ্রেমীরা।   অবশেষে বুধবার উপস্থিত সেই মাহেন্দ্রক্ষণ। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম টেস্ট ম্যাচ। গত দশ বছরে তেমন নজরকাড়া পারফরমেন্স মেলেনি। যদিও বিরাটের (Virat Kohli) নেতৃত্বে টিম ইন্ডিয়া ব্রিটেনের মাটিতে বাজিমাত করে কি না তা দেখার অপেক্ষায় সকলে। কোথায় কখন কীভাবে দেখবেন ম্যাচ (Test Match)? জেনে নিন বিশদে। 

কোথায় হবে প্রথম টেস্ট ম্যাচ?
ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) প্রথম টেস্ট ম্যাচ হবে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে।

কখন হবে ম্যাচ?
ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ (Ind vs Eng) ৪ অগাস্ট বুধবার ভারতীয় সময় (IST) অনুসারে দুপুর সাড়ে ৩টেয় শুরু হবে। দুপুর ৩টেয় হবে টস (Toss)।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: কুস্তিতে কোয়ার্টার ফাইনালে Deepak-Ravi, ব্যর্থ Anshu Malik

আরও পড়ুন: Tokyo Olympics 2020: পারলেন না Shivpal Singh, লক্ষ্যভেদে ব্যর্থ Javelin থ্রোয়ার

কোথায় কীভাবে ম্যাচ দেখা যাবে?
ভারত বনাম ইংল্যান্ড (1st Test) প্রথম টেস্ট ম্যাচ সোনি সিক্সের (Sony Six) সমস্ত চ্যানেলে লাইভ সম্প্রচার হবে। এছাড়াও সোনি লিভ (Sony Liv) অ্যাপ ও ওয়েবসাইটে ম্যাচের অনলাইন স্ট্রিমিং অনুষ্ঠিত হবে। 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.