রাজকোটের ম্যাচ ঘিরে আশঙ্কার কালো মেঘ! বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ জেতা নিয়ে সংশয়

সিরিজের প্রথম টি-২০ ম্যাচ ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। রাজকোটে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোই লক্ষ্য ভারতীয় শিবিরের। কিন্তু...

Updated By: Nov 5, 2019, 05:06 PM IST
রাজকোটের ম্যাচ ঘিরে আশঙ্কার কালো মেঘ! বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ জেতা নিয়ে সংশয়

নিজস্ব প্রতিবেদন: গত রবিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে রোহিত শর্মার দলকে। ওই ম্যাচ ৭ উইকেটে জিতে নেয় বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ হতে চলেছে রাজকোট। এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোই লক্ষ্য ভারতীয় শিবিরের। তবে সেখানেও বাধ সাধছে ঘূর্ণিঝড় ‘মহা’।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ভোর-রাতে গুজরাতের পোরবন্দর উপকূলের কাছে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের তীব্রতা মারাত্মক না হলেও প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ভেস্তে যেতে পারে ভারত-বাংলাদেশের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ।

আরও পড়ুন: রোহিতের মেয়ের সঙ্গে খুনসুটিতে 'গব্বর', মজাদার ভিডিয়ো ভাইরাল

খারাপ আবহাওয়া আর ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজকোটের ম্যাচ যদি ভেস্তে যায় তাহলে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের এই টি-২০ সিরিজ আর জেতা হবে না ভারতের। বৃহস্পতিবারের ম্যাচ ভেস্তে গেলে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে জিততেই হবে রোহিত শর্মার দলকে। তাহলেই ১-১-এ সিরিজ ড্র হবে। আর তা না হলেই সিরিজে জিতে যাবে এই মুহূর্তে ১-০-এ এগিয়ে থাকা মাহমুদুল্লাহ বাহিনী।

.