ভারত-বাংলাদেশ এশিয়া কাপ ম্যাচের পরিসংখ্যান, বুঝবেন বাংলাদেশের কী হাল!

আর খানিকক্ষণ পরেই শুরু হয়ে যাবে এশিয়া কাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ। তাই ম্যাচের আগে জেনে নিন এমন ৫ টা তথ্য, যেগুলো জেনে আপনার খেলা দেখতে সুবিধা হবে। পাশাপাশি, এই তথ্য-পরিসংখ্যানগুলো থেকে বোঝার চেষ্টা করুন, আজ বাংলাদেশের জেতার সম্ভাবনা কতটা।

Updated By: Feb 24, 2016, 06:26 PM IST
 ভারত-বাংলাদেশ এশিয়া কাপ ম্যাচের পরিসংখ্যান, বুঝবেন বাংলাদেশের কী হাল!

ওয়েব ডেস্ক: আর খানিকক্ষণ পরেই শুরু হয়ে যাবে এশিয়া কাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ। তাই ম্যাচের আগে জেনে নিন এমন ৫ টা তথ্য, যেগুলো জেনে আপনার খেলা দেখতে সুবিধা হবে। পাশাপাশি, এই তথ্য-পরিসংখ্যানগুলো থেকে বোঝার চেষ্টা করুন, আজ বাংলাদেশের জেতার সম্ভাবনা কতটা।

১) এশিয়া কাপে আজ পর্যন্ত ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হয়েছে মোট ১০ বার। এই ১০ টা ম্যাচে ভারত জিতেছে ৯ টায়। আর একটি ম্যাচে জিতেছে বাংলাদেশ!

২) এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচ মাত্র একবারই খেলা হয়েছে ভারতের মাঠে। ১৯৯০ সালের সেই ম্যাচে ভারত জিতেছিল ৯ উইকেটে। তাতে সেঞ্চুরি করেছিলেন নভজোত্‍ সিং সিধু।

৩) এই ১০ টা ম্যাচে প্রত্যেকবারই রান যারা তাড়া করেছে, তারাই জিতেছে!

৪) এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রথম চার ম্যাচেই ভারত জিতেছিল একই ব্যবধানে। ৯ উইকেটে!

৫) এশিয়া কাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ একবারই হয়েছিল শারজাতে। সেটা ছিল ১৯৯৫ সাল। সে ম্যাচেও ভারত জেতে ৯ উইকেটে।

.