ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে অজি দল নির্বাচন করলেন শেন ওয়ার্ন

ওয়েব ডেস্ক: ভারত সফরে অস্ট্রেলিয়া। শুরু হতে চলেছে ক্রিকেট মহারথীদের মহারণ। আগেরবার যখন অস্ট্রেলিয়া এসেছিল, সিরিজ হেরেই বাড়ি ফিরেছিল। আবার ভারত যখন অস্ট্রেলিয়া গিয়েছিল, হেরেই দেশে ফিরেছিল। তবে শেষ দুই বারেই ভারতীয় দল ছিল ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন। এবার অস্ট্রেলিয়া মুখোমুখি হতে চলেছে বিরাটের নেতৃত্বাধীন ভারতের। যে ভারত টানা ১৯ ম্যাচ অপরাজিত। ৪ টেস্ট সিরিজে টানা জয়। তাই লড়াই এবার আরও কঠিন। নানা সময়ই নানা রকমের হুঙ্কার আসছে অজি ব্রিগেড থেকে। কখনও তা বিরাটের জন্য, কখনও আবার তা অশ্বিনকে নিয়ে। কিন্তু সিরিজ জিততে হলে যে ক্রিকেটে জয় পেতে হবে এটা ভাল করেই জানা অজিদের। তাই টিম গেমেই ফোকাস থাকতে চাইছে অজিরা। ভাল দল, আর ভাল ক্রিকেটই একমাত্র ভারতের মাটিতে ভারতকে বিপর্যস্ত করতে পারে, এটা জানেন কিংবদন্তী অজি ক্রিকেটার শেন ওয়ার্নও। তাই ভারত সিরিজে পুনেতে প্রথম টেস্টে নামার আগে নিজেই তৈরি করলেন অস্ট্রেলিয়া একাদশ। (সাত সকালে হাওড়া স্টেশনে মাহি)

ডেভিড ওয়ার্নার
শন মার্শ
স্টিভ স্মিথ
পিটার হ্যান্ডসকম্বে
ম্যাক্সওয়েল
মিচেল মার্শ 
ম্যাথু ওয়েড
স্টার্ক
সুইপসন
নাথান লিওন
হ্যাজেলউড
 

এই দল নিয়েই কি অস্ট্রেলিয়া পুনেতে ভারতের মুখোমুখি হবে? এই উত্তর দিতে পারবে একমাত্র সময়ই।

 

 

English Title: 
India vs Australia: Warne's Australian XI for the 1st test against India in Pune
News Source: 
Home Title: 

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে অজি দল নির্বাচন করলেন শেন ওয়ার্ন

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে অজি দল নির্বাচন করলেন শেন ওয়ার্ন
Yes
Is Blog?: 
No
Section: