কোহলির চোট গুরুতর নয়, আজ তিনি মাঠে নামতে পারবেন

বিরাট কোহলির চোট গুরুতর নয়। আজ তিনি মাঠে নামতে পারবেন। রাতে জানিয়ে দিল BCCI. গতকাল পুরো সময় মাঠে থেকে দলকে নেতৃত্ব দিতে পারেননি কোহলি । মধ্যাহ্নভোজের কিছু পরেই চার বাঁচাতে গিয়ে বাউন্ডারি লাইনের কাছে ফুল লেনথে ড্রাইভ দিয়ে ডান কাঁধে চোট পান ভারত অধিনায়ক বিরাট কোহলি । চার বাঁচলেও কোহলিকে মাঠ ছাড়তে হয় ।

Updated By: Mar 17, 2017, 08:38 AM IST
কোহলির চোট গুরুতর নয়, আজ তিনি মাঠে নামতে পারবেন

ওয়েব ডেস্ক: বিরাট কোহলির চোট গুরুতর নয়। আজ তিনি মাঠে নামতে পারবেন। রাতে জানিয়ে দিল BCCI. গতকাল পুরো সময় মাঠে থেকে দলকে নেতৃত্ব দিতে পারেননি কোহলি । মধ্যাহ্নভোজের কিছু পরেই চার বাঁচাতে গিয়ে বাউন্ডারি লাইনের কাছে ফুল লেনথে ড্রাইভ দিয়ে ডান কাঁধে চোট পান ভারত অধিনায়ক বিরাট কোহলি । চার বাঁচলেও কোহলিকে মাঠ ছাড়তে হয় ।

আরও পড়ুন 'বিতর্ক আর কোহলি একে অন্যের পরিপূরক'

যন্ত্রণা অনুভব করায় মাঠেই আসেন ফিজিও। বরফ শেক দেওয়া হয় । তবুও যন্ত্রনা কমেনি। এর পরেই মাঠ ছাড়ার সিদ্ধাম্ত নেন কোহলি । ভারতীয় টিম ম্যানেজমেন্ট ডাক্তারের পরামর্শ মত  কোহলির কাঁধে স্ক্যান করানো হয়। রাতে বোর্ড জানায়, চোট গুরুতর না হওয়ায় মাঠে নামতে সমস্যা নেই বিরাটের। তবে তাঁর চিকিত্সা চলবে।

আরও পড়ুন  শিল্প নয় মারপিটের জন্য খ্যাতি পাচ্ছে ব্রাজিল ফুটবল!

.