Border Gavaskar Trophy: পারথে বোধন ইন্দো-অজি দ্বৈরথের, ফিরছে গোলাপি টেস্টও! বেজে গেল যুদ্ধের দামামা

India vs Australia 2024-25 Test series: চলতি বছরই রয়েছে ভারত-অস্ট্রেলিয়া ঐতিহ্যের বর্ডার-গাভাসকর ট্রফি। চলে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের সূচি। দেখে নিন একবার চোখ বুলিয়ে

Updated By: Mar 26, 2024, 02:59 PM IST
Border Gavaskar Trophy: পারথে বোধন ইন্দো-অজি দ্বৈরথের, ফিরছে গোলাপি টেস্টও! বেজে গেল যুদ্ধের দামামা
রোহিতদের অস্ট্রেলিয়া সফরের সূচি চলে এল সামনে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধুমধাড়াক্কা আইপিএলের (IPL 2024) ভরা মরসুমেই, ক্রিকেটের শুদ্ধতম সংস্করণের আগমনী বার্তা চলে এল। চলতি বছরেই রোহিত শর্মারা (Rohit Sharma) অস্ট্রেলিয়ার বিমান ধরবেন পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলার জন্য়। প্য়াট কামিন্সের দেশের ক্রিকেট বোর্ড (Pat Cummins, Cricket Australia, CA) যুদ্ধের দামামা বাজিয়ে দিল মঙ্গলবার অর্থাৎ আজ দুপুরে। 

১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2024-25) ক্রিকেটের দুই ঐতিহ্য়বাহী দেশ পাঁচ টেস্টের সিরিজ খেলতে চলেছে। এর সঙ্গেই ফিরল গোলাপি টেস্ট। রোহিত-কামিন্সরা দিন-রাতের টেস্টেও মুখোমুখি হবেন। বাউন্সে ভরা পারথেই বোধন ইন্দো-অজি দ্বৈরথের। এই প্রতিবেদনে রইল ভারত-অস্ট্রেলিয়া আসন্ন টেস্ট সিরিজের সম্পূর্ণ সূচি। 

ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের সূচি: 

 

প্রথম টেস্ট: অস্ট্রেলিয়া বনাম ভারত, নভেম্বর ২২-২৬, পার্থ স্টেডিয়াম, পার্থ

দ্বিতীয় টেস্ট (গোলাপি টেস্ট/ দিন-রাতের খেলা): অস্ট্রেলিয়া বনাম ভারত, ডিসেম্বর ৬-১০,  অ্যাডিলেড ওভাল, অ্য়াডিলেড

তৃতীয় টেস্ট: অস্ট্রেলিয়া বনাম ভারত, ডিসেম্বর ১৪-১৮,  দ্য় গাবা, ব্রিসবেন

চতুর্থ টেস্ট: অস্ট্রেলিয়া বনাম ভারত, ডিসেম্বর ২৬-৩০,  মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন

পঞ্চম টেস্ট: অস্ট্রেলিয়া বনাম ভারত, জানুয়ারি ৩-৭, ২০২৫ সাল, সিডনি ক্রিকেট গ্রাউন্স, সিডনি

২০২২ সালের মার্চে ভারত শেষবার দিন-রাতের টেস্ট খেলেছিল। বেঙ্গালুরুতে ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। প্রায় আড়াই বছর পর ভারত গোলাপি বলে টেস্ট খেলবে। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত আধিপত্য় বজায় রেখেছে সেই ২০১৮-১৯ থেকে। সেই বছর ভারত ২-১ হারিয়েছিলে অজিদের। একই ব্য়বধানে ২০২০-২১ মরসুমে ভারত হারিয়েছিল আয়োজক দেশকে। ২০১৪-১৫ থেকে অস্ট্রেলিয়া ভারতকে টেস্ট সিরিজে হারাতে পারেনি। যদিও প্য়াট কামিন্সের টিম বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়েছে গতবছর। রোহিতরাই শুধু অস্ট্রেলিয়ার বিমান ধরবেন না। ডিসেম্বরে স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কউররাও উড়ে যাবেন অস্ট্রেলিয়া। ডিসেম্বরে এলিসা হিলিদের সঙ্গে খেলবেন তিন ম্য়াচের ওডিআই সিরিজ।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.