প্রত্যেক অজি ক্রিকেটারের জন্য আলাদা আলাদা পরিকল্পনা তৈরি, বললেন রাহানে

ওয়েব ডেস্ক: ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু হতে আর ১০০ ঘণ্টাও বাকি নেই। তার আগে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য অজিঙ্কা রাহানে জানিয়ে দিলেন প্রত্যেক অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য আলাদা আলাদা পরিকল্পনা ছকা রয়েছে। আর ভারতীয় দলের সবাই সেই পরিকল্পনাকে যথাযথ বাস্তবায়িত করার জন্য একেবারে রেডি। এর আগের ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজগুলোতে যথেষ্ঠ পরিমাণ স্লেজিং হয়েছে। এবারও অজি অধিনায়ক স্টিভেন স্মিথ বলে দিয়েছেন যে, তাঁর দল স্লেজিং করতে পিছপা হবে না।

আরও পড়ুন একটি কোম্পানির সঙ্গে এত টাকার চুক্তি বিরাটের আগে কোনও ভারতীয় করেননি!

এই বিষয়ে রাহানে বললেন, 'আমরা জানি না, ওরা স্লেজিং করবে নাকি করবে না। তবে, স্লেজিংই হোক অথবা টেকনিক্যালি। আমরা একেবারে তৈরি। ওদের যেকোনও কিছুর জবাব আমাদের কাছে তৈরি রয়েছে। আমরা জানি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মনস্ত্বাত্তিক খেলা খেলবে। তাতে আমাদের কোনও অসুবিধা হবে না। কারণ, আমাদের সব পরিকল্পনা তৈরি রয়েছে।আমরা ইতিবাচক ক্রিকেট খেলব। আক্রমণাত্মক ক্রিকেট খেলব।'

আরও পড়ুন  দশম আইপিলের সবথেকে দামী ক্রিকেটার, অলরাউন্ডার বেন স্টোকস

English Title: 
India vs Australia: Ajinkya Rahane says the team has strategy for each Aussie player
News Source: 
Home Title: 

প্রত্যেক অজি ক্রিকেটারের জন্য আলাদা আলাদা পরিকল্পনা তৈরি, বললেন রাহানে

প্রত্যেক অজি ক্রিকেটারের জন্য আলাদা আলাদা পরিকল্পনা তৈরি, বললেন রাহানে
Yes
Is Blog?: 
No
Section: