ওয়ানডে সিরিজ হারের বদলা টি-২০-তে, রবিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত
প্রথম টি-২০ জিতে ইতিমধ্যেই সিরিজে ১-০ এগিয়ে গেছে ভারত।
নিজস্ব প্রতিবেদন: রবিবার সিডনিতে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম টি-২০ জিতে ইতিমধ্যেই সিরিজে ১-০ এগিয়ে গেছে ভারত। প্রথম ম্যাচে জাডেজার ঝোড়ো ব্যাটিং ভারতকে জিততে সাহায্য করলেও তাঁর পরিবর্তে কনকাশন সাব হিসেবে যুজবেন্দ্র চাহালের মাঠে নামা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। ভারতের ব্যাটিংয়ের শেষ ওভারে স্টার্কের বল জাডেজার হেলমেটে লাগে। এর ফলে তিনি ফিল্ডিং করতে নামতে পারেননি এবং ছিটকে গেছেন সিরিজ থেকেও। চাহাল ৩টি উইকেট নিয়ে ভারতের জয়ে বড় ভূমিকা নেন।
রবিবার জিতে একদিনের সিরিজ হারের বদলা নিতে মরিয়া কোহলি বাহিনী। তবে জাডেজার না থাকা নিঃসন্দেহে ভোগাবে ভারতকে। শ্রেয়স আইয়ার আসতে পারেন প্রথম একাদশে। চাহাল নিশ্চিত করেই প্রথম একাদশে থাকবেন তবে কার জায়গায় খেলবেন তা এখনও নিশ্চিত নয়। ভারতের নবাগত নটরাজন ৩ উইকেট নিয়ে নজর কেড়েছেন প্রথম ম্যাচে। আগের ম্যাচে রাহুল রান পেলেও বড় রানের জন্য বিরাট কোহলির চওড়া ব্যাটের দিকেই তাকিয়ে থাকতে হবে ভারতকে।
অন্যদিকে, বর্ষীয়ান স্পিনার নাথান লিও খেলতে পারেন অস্ট্রেলিয়ার হয়ে। তবে ফিঞ্চের চোট রয়েছে যা নিয়ে চিন্তায় থাকবে অজি ম্যানেজমেন্ট। টেস্ট সিরিজের আগে টি-২০ সিরিজ জিততে পারলে নিঃসন্দেহে তা বাড়তি অক্সিজেন দেবে কোহলি বাহিনীকে। সিডনিতে একদিনের সিরিজের দুটি ম্যাচেই হারতে হয়েছে ভারতকে। পরিসংখ্যান বদলে টি-২০ সিরিজ দখলে আনাই লক্ষ্য কিং কোহলির।
আরও পড়ুন- কঙ্কালসার ডিফেন্স! আইএসএল-এ হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের