৯২ রানে আউট কোহলি, অস্ট্রেলিয়াকে ২৫৩ রানের টার্গেট দিল ভারত
ওয়েব ডেস্ক: ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জিং টার্গেট খাড়া করে দিল কোহলি বাহিনী। পঞ্চাশ ওভারে ভারত থামল ২৫২ রানে। একদিনের ক্রিকেটে ৪৫তম অর্ধ শতরান করলেও ৯২ রানে অউট হয়ে গেলেন কোহলি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে খেলেতে নেমেই ৫.১ ওভারের মাথায় প্রথম ধাক্কা খায় ভারত। মাত্র ১৯ রানে ফিরে যান রোহিত শর্মা। তবে তার পরেই খেলার হাল ধরে ফেলেন অধিনায়ক বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। রাহানে ৫৫ রানে আউট হন। তবে দলকে অনেকটাই ভালো জায়গায় দাঁড় করিয়ে দিয়ে ৩৭.৫ ওভারের মাথায় ব্য়ক্তিগত ৯২ রানে কুল্টার নাইলের বলে আউট হন কোহলি। দলের স্কোর তখন ৫ উইকেটে ১৯৭ রান।
কোহলি-রাহানে জুটি ক্রিজে থিতু হয়ে যাওয়ার পর ২৩.৪ ওভারের মাথায় আঘাত হানে অজিরা। দলের ১২১ রানের মাথায় ৫৫ রানে আউট হয়ে যান রাহানে। চার ওভার পরেই পড়ে যান মণীশ পাণ্ডে(৩)। ২৪ রানে ফিরে যান কেদার যাদব। দলের স্কোর কথন ৪ উইকেটে ১৮৬। এরপরেই বড়সড় আঘাত হানে অস্ট্রেলিয়া। ফিরে যান কোহলি।
অধিনায়ক পড়ে যাওয়ার পর আর কেউ সেভাবে দাঁড়াতে পারেননি। ধোনি আউট হন ৫ রানে। ভুবনেশ্বর কুমার করেন ২০ রান। হার্দিক পান্ডিয়াও ফেরেন ২০ রানে। চাহাল আউট হন ১ রানে। ভারতের ইনিংস শেষ হয় ২৫২ রানে।
আরও পড়ুন-কোহলি-রাহানের জোড়া হাফ সেঞ্চুরি, ইডেনে বড় স্কোরের দিকে এগোচ্ছে ভারত