বোলার, ফিল্ডারদের দাদাগিরিতে সিরিজ জয়ের হাতছানি ধোনিদের সামনে

Updated By: Sep 2, 2014, 06:49 PM IST
বোলার, ফিল্ডারদের দাদাগিরিতে সিরিজ জয়ের হাতছানি ধোনিদের সামনে

 

ইংল্যান্ড-২০৬ (৪৯.৩ ওভার)

ওয়েব ডেস্ক: বার্মিংহ্যামেও নটিংহ্যাম ওয়ানডে ম্যাচের পুনরাবৃত্তি। প্রথমে ব্যাট করতে নেমে ধোনিদের সামনে ভদ্রস্থ চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারল না কুক বাহিনী। মাত্র ২০৬ রানেই অল আউট হয়ে গেল ইংল্যান্ড। শেষের দিকে মইন আলির ৬৭ রানের ইনিংস না থাকলে বড় লজ্জা অপেক্ষা করে থাকত ইংল্যান্ডের।

১১৪ রানের মধ্যেই অর্ধেক ইনিংস শেষ হয়ে গিয়েছিল কুকদের। ইনিংসের শুরু থেকেই ভারতীয় পেসাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। দারুণ বল করেন সামি, ভুবনেশ্বর কুমার।

২৩ রানের মধ্যে ইংল্যান্ডের তিন ব্যাটসম্যান আউট হয়ে যান। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মর্গ্যান-রুট। এরপর জাদেজা-রায়নার স্পিনের কেরামতি শুরু হয়।  জাড্ডুর ঘূর্ণিতে পরপর ফিরে যান মর্গ্যান (৩২), তারপরই রায়নার বলে আউট হয়ে যান রুট (৪৪)। ইংল্যান্ডকে লজ্জার হাত থেকে বাঁচান সিরিজে প্রথম বার সুযোগ পাওয়া মইন আলি। প্রথমে বাটলার, তারপর টেলেন্ডারদের সঙ্গে লড়ে মইন করেন ৫১ বলে ৬৭ রান।

মহম্মদ সামি নিলেন ২৮ রানে ৩ উইকেট। ভুবনেশ্বর কুমার নিলেন ১৪ রানে ২ উইকেট। জাদেজা নিলেন ৪০ রানে ২টি উইকেট। ১টি করে উইকেট পেলেন রায়না,অশ্বিন। ভারতের জার্সিতে প্রথমবার খেলতে নেমে ধবল কুলকার্নি কোনও উইকেট পেলেন না।

তবে শুধু বোলিং নয় ভারতীয়দের ফিল্ডিংও এদিন ছিল দুরন্ত। রায়নার  দারুণ একটা রানআউট করেন, অনেক রানও বাঁচান ভারতীয় ফিল্ডাররা।

 

.