বাংলাদেশ থেকে ফিরে এসেই জিম্বাবোয়ে যাবে ভারত

ভারতীয় ক্রিকেট দলের জিম্বাবোয়ে সফরসূচি চূড়ান্ত হয়ে গেল। বিসিসিআই সূত্রে জানা গেছে জুলাই মাসের ১০ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলবে এই সিরিজ। ভারত জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। বোর্ড সূত্রে জানা গেছে ভারত জিম্বাবোয়েতে পৌছবে ৭ জুলাই। প্রথম একদিনের ম্যাচ হবে ১০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচ হবে যথাক্রমে ১২ ও ১৪ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচ দুটি হবে ১৭ ও ১৯ জুলাই। ধোনিরা জিম্বাবোয়ে ছাড়বেন ২০ জুলাই। কয়েকদিনের মধ্যে সরকারিভাবে এই সফরসূচি ঘোষণা করবে বিসিসিআই।

Updated By: Jun 12, 2015, 10:54 PM IST
বাংলাদেশ থেকে ফিরে এসেই জিম্বাবোয়ে যাবে ভারত

ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের জিম্বাবোয়ে সফরসূচি চূড়ান্ত হয়ে গেল। বিসিসিআই সূত্রে জানা গেছে জুলাই মাসের ১০ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলবে এই সিরিজ। ভারত জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। বোর্ড সূত্রে জানা গেছে ভারত জিম্বাবোয়েতে পৌছবে ৭ জুলাই। প্রথম একদিনের ম্যাচ হবে ১০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচ হবে যথাক্রমে ১২ ও ১৪ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচ দুটি হবে ১৭ ও ১৯ জুলাই। ধোনিরা জিম্বাবোয়ে ছাড়বেন ২০ জুলাই। কয়েকদিনের মধ্যে সরকারিভাবে এই সফরসূচি ঘোষণা করবে বিসিসিআই।

 

.