ঘোষণা হল ভারত বনাম ইংল্যান্ড ক্রীড়াসূচি
ওয়েব ডেস্ক: আগামী বছরেই ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারত। ব্রিটিশদের বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, তিনটি টি-টোয়েন্টি সহ পাঁচটি টেস্ট খেলবে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে চলা এই গোটা সিরিজেরই নির্ঘণ্ট জানালো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এক নজরে দেখে নিন সেই তালিকা-
তিনটি টি-টোয়েন্টি
৩ জুলাই- ওল্ড ট্র্যাফোর্ড (ভারতীয় সময় বিকেল ৫.৩০টা)
৬ জুলাই- কার্ডিফ (ভারতীয় সময় বিকেল ৫.৩০টা)
৮ জুলাই- ব্রিস্টল (ভারতীয় সময় দুপুর ২টো)
তিনটি একদিনের আন্তর্জাতিক
১২ জুলাই- ট্রেন্ট ব্রিজ (ভারতীয় সময় বিকেল ১২.৩০টা)
১৪ জুলাই- লর্ডস (ভারতীয় সময় সকাল ১১টা)
১৭ জুলাই- হিডিংলে (ভারতীয় সময় বেলা ১২.৩০টা)
পাঁচটি টেস্ট
প্রথম ম্যাচ: ১-৫ অগস্ট (এজবাস্টন)
দ্বিতীয় ম্যাচ: ৯-১৩ অগস্ট (লর্ডস)
তৃতীয় ম্যাচ: ১৮-২২ অগস্ট (ট্রেন্ট ব্রিজ)
চতুর্থ ম্যাচ: ৩০ অগস্ট-২২ সেপ্টেম্বর (এজিয়াস বোল)
পঞ্চম ম্যাচ: ৭-১১ সেপ্টেম্বর (ওভাল)
উল্লেখ্য, ইংল্যান্ড সফর ভারতের কাছে কঠিন চ্যালেঞ্জ হবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। 'দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সফরই বিরাটদের আসল চ্যালেঞ্জ', এই কথা আগেই জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা সিরিজে টানা জয়ের পরও তাই ইংল্যান্ড সফর নিয়ে সাবধানী বিরাট ব্রিগেড।
.@englandcricket schedule for 2018 confirmed:https://t.co/cycvlJ2gCM pic.twitter.com/jZcCPoY8LR
— ECB (@ECB_cricket) September 5, 2017