ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ

ছয় ম্যাচে ভারতের পয়েন্ট সাত। বাংলাদেশের নয়। 

Updated By: Aug 4, 2019, 07:01 PM IST
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপে ব্যর্থ। তার পর শ্রীলঙ্কা সফরে গিয়ে হোয়াইটওয়াশ। সময় ভাল যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু বাংলাদেশের যুব ক্রিকেটাররা কিন্তু এমন দুঃসময়েও দুরন্ত পারফরম্যান্স করে যাচ্ছেন। এবার ত্রিদেশীয় সিরিজে ভারতের মুখোমুখি হবে তারা। ত্রিদেশীয় সিরিজে আগের ম্যাচে ভারতের বিরুদ্ধে জিতেছে বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দল। ফাইনালের আগে তাই আত্মবিশ্বাসে ফুটছে তারা। 

ক্লেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে শনিবার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। ছয় ম্যাচে ভারতের পয়েন্ট ৭। সমসংখ্যক ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ১১ অগাস্ট ব্রাইটনে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। আর এই ম্যাচ ঘিরে ইতিমধ্যে সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। 

আরও পড়ুন-  এবার আইপিএলে যোগ দিলেন ভারতীয় দলের সদ্য প্রাক্তন ফিজিও ফারহার্ট!

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচের আগে আরও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। সিরিজ আয়োজক ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ আগস্ট খেলবে তারা। এই সিরিজে চতুর্থবারের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। তার পর

.