অগাস্টে উইন্ডিজের বিরুদ্ধে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে টিম ইন্ডিয়া
মোট পাঁচ সপ্তাহের সফর। সফর শুরু হবে কিন্তু মার্কিন মুলুকে।
নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপ শেষেই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে ক্যারিবিয়ান সফরে যাবে টিম ইন্ডিয়া। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
মোট পাঁচ সপ্তাহের সফর। সফর শুরু হবে কিন্তু মার্কিন মুলুকে। ফ্লোরিডায় ৩ এবং ৪ অগাস্ট প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। তারপর ৬ অগাস্ট গায়ানায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে। একদিনের সিরিজের প্রথম ম্যাচ ৮ অগাস্ট হবে দক্ষিণ আমেরিকায় । সিরিজের দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচ হবে ত্রিনিদাদে যথাক্রমে ১১ ও ১৪ অগাস্ট।
আরও পড়ুন- বিশ্বকাপে ফাইনাল খেলবে কোন দুই দল! জানালেন গুগল-এর সিইও সুন্দর পিচাই
টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজ শেষ হলে শুরু হবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টি টেস্ট খেলবে ভারতীয় ক্রিকেট দল। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর প্রথম টেস্ট হবে অ্যান্টিগায়। আর দ্বিতীয় টেস্ট হবে জামাইকায় ৩০ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর।