তাড়াতাড়ি ঘুমোন, মধ্যরাত থেকে সকাল কোপা ফুটবলে মাতুন

'দিল পাকার কে বেঠিইয়ে। আরাহে ফুটবল কো তেহেওয়ার'। লাতিন বিশ্বকাপ। ২০১৫, ১১ জুন থেকে শুরু হতে চলছে ফুটবল প্রতিযোগিতার অন্যতম সেরা মঞ্চ কোপা আমেরিকা। নেইমার, সুয়ারেজ, মেসি এই ত্রয়ী আর নিজেরা নিজেদের মধ্যে সহযোগিতার ফুটবল খেলবেন না। বরং দেখা যাবে একে অন্যকে আটকে দেবার ছক। 

Updated By: Jun 9, 2015, 06:25 PM IST
তাড়াতাড়ি ঘুমোন, মধ্যরাত থেকে সকাল কোপা ফুটবলে মাতুন

ওয়েব ডেস্ক: 'দিল পাকার কে বেঠিইয়ে। আরাহে ফুটবল কো তেহেওয়ার'। লাতিন বিশ্বকাপ। ২০১৫, ১১ জুন থেকে শুরু হতে চলছে ফুটবল প্রতিযোগিতার অন্যতম সেরা মঞ্চ কোপা আমেরিকা। নেইমার, সুয়ারেজ, মেসি এই ত্রয়ী আর নিজেরা নিজেদের মধ্যে সহযোগিতার ফুটবল খেলবেন না। বরং দেখা যাবে একে অন্যকে আটকে দেবার ছক। 

১২টি দল। ৩টি গ্রুপ। কে হবে এবারের চ্যাম্পিয়ন? বিশ্বকাপের অভিশপ্ত রাত কি আবারও ফিরে আসবে ব্রাজিলে? নাকি এবার ফুটবল দিয়ে বিদ্রোহের গান গাইবে ব্রাজিল। বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থেকেছে আর্জেন্টিনারও। ক্লাব ফুটবলে সদ্য ত্রিমুকুটের দখল নিয়েছে আর্জেন্টআইন তারকা মেসির দল বার্সা। কিন্তু বিশ্বকাপের দুঃখ এখনও ভোলেননি তিনি। কোপা জয় দিয়েই কি সেই দগদগে ঘায়ে প্রথম প্রলেপ লাগাবেন মেসি? নাকি ফোরলানের পর সুয়ারেজের হাত ধরে আবারও কোপা আমেরিকার দখল নেবে উরুগুয়ে। 

 

গ্রুপ এ        গ্রুপ বি            গ্রুপ সি 

চিলি           আর্জেন্টিনা       ব্রাজিল 

মেক্সিকো       উরুগুয়ে      কলম্বিয়া

ইকুয়েডার      পেরাগুয়ে        পেরু

বলিভিয়া      জামাইকা     ভেনিজুয়েলা

খেলার সময় সূচি

১২.৬.২০১৫  সকাল ৫টা       চিলি বনাম ইকুয়েডার
১৩.৬.২০১৫  সকাল ৫টা      মেক্সিকো বনাম বলিভিয়া
১৪.৬.২০১৫  রাত ১২.৩০    উরুগুয়ে বনাম জামাইকা 
১৪.৬.২০১৫  রাত ৩টা        আর্জেন্টিনা বনাম পেরাগুয়ে
১৫.৬.২০১৫  রাত ১২.৩০    কলম্বিয়া বনাম ভেনিজুয়েলা
১৫.৬.২০১৫  রাত ৩টা        ব্রাজিল বনাম পেরু
১৬.৬.২০১৫  রাত ২.৩০      ইকুয়েডার বনাম বলিভিয়া
১৬.৬.২০১৫  সকাল ৫টা      চিলি বনাম মেক্সিকো
১৭.৬.২০১৫   রাত ২.৩০      পেরাগুয়ে বনাম জামাইকা 
১৭.৬.২০১৫   সকাল ৫টা      আর্জেন্টিনা বনাম উরুগুয়ে 
১৮.৬.২০১৫  সকাল ৫টা      ব্রাজিল বনাম কলম্বিয়া 
১৯.৬.২০১৫  সকাল ৫টা       পেরু বনাম ভেনিজুয়েলা
২০.৬.২০১৫  রাত ২.৩০        মেক্সিকো বনাম ইকুয়েডার
২০.৬.২০১৫  সকাল ৫টা        চিলি বনাম বলিভিয়া
২১.৬.২০১৫  রাত ১২.৩০      উরুগুয়ে বনাম পেরাগুয়ে 
২১.৬.২০১৫  রাত ৩টা          আর্জেন্টিনা বনাম জামাইকা  
২২.৬.২০১৫  রাত ১২.৩০      কলম্বিয়া বনাম পেরু
২২.৬.২০১৫  রাত ৩টা          ব্রাজিল বনাম  ভেনিজুয়েলা

 

কোয়ার্টার ফাইনাল ক্রীড়াসূচী

২৫ জুন (সকাল ৫টা), ২৬ জুন (সকাল ৫টা), ২৭ জুন (সকাল ৫টা), ২৮ জুন (রাত ২.৩০)।

সেমিফাইনাল ক্রীড়াসূচী
৩০ জুন (সকাল ৫টা), ১ জুলাই (সকাল ৫টা)।

তৃতীয় স্থানের জন্য ম্যাচ
৪ জুন ২০১৫ (সকাল ৫টা)

ফাইনাল ম্যাচ
৫ জুলাই ২০১৫। রাত ১.৩০।  
    

.