কবাডি মাস্টার্স চ্যাম্পিয়নশিপের বোধনেই পাক বধ ভারতের

পাকিস্তানকে ৩৬-২০-তে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া। 

Updated By: Jun 22, 2018, 11:20 PM IST
কবাডি মাস্টার্স চ্যাম্পিয়নশিপের বোধনেই পাক বধ ভারতের

নিজস্ব প্রতিবেদন: কবাডি মাস্টার্স চ্যাম্পিয়নশিপের বোধনেই পাক বধ করল ভারত। শুক্রবার দুবাইয়ের আল-ওয়াসল স্পোর্টস কমপ্লেক্সে পাকিস্তানকে ৩৬-২০তে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া।

ভারতের জেতায় মুখ্য ভূমিকা নিয়েছেন অধিনায়ক অজয় ঠাকুর। তাঁর অনবদ্য পারফরম্যান্সের সৌজন্যে বিরতির আগে ২২-৯ এগিয়ে যায় ভারত। ১৫ রেড পয়েন্ট ও ট্যাকল করে ১২ পয়েন্ট সংগ্রহ করেছেন ঠাকুর। প্রথম দশ মিনিট পর আগ্রাসী খেলা শুরু করে ভারত। তার জবাব দিতে পারেনি পড়শি দেশ। খেলার প্রথমার্ধে ১৩ পয়েন্ট লিড নেয় ভারত। 

দলের অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ কোচ শ্রীনিবাসন রেড্ডি। তিনি বলেন, পাকিস্তানের ডিফেন্স ভেঙে চুরমার করে দিয়েছেন অজয় ঠাকুর। হারের পর পাকিস্তানের কোচ নাবিল আহমেদের সাফাই, ''৭টা নাগাদ এখানে এসে পৌঁছেছি। অনুশীলনের সময়ই পাইনি।'' 

আরও পড়ুন- বিদ্যুতের বিল কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রে, বেঁধে দেওয়া হচ্ছে এসি-র তাপমাত্রা
    

.