পাকিস্তানকে হারিয়ে দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপ জিতল ভারত
দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপ জিতল ভারত। আর সেই জয় আরও বেশি মধুর হল। কারণ, ভারত ফাইনালে হারাল চিরপ্রতিপক্ষ পাকিস্তানকে! সেটাও কোনওরকমে বা হাড্ডাহাড্ডি কোনও ম্যাচে নয়। বরং, বলা যেতে পারে হাসতে হাসতে। তাই তো দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত জিতল ৯ উইকেটে। বেঙ্গালুরুর চিনস্বামী স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করে পাকিস্তান। ২০ ওভারের শেষে তারা তোলে ১৯৭ রান।
ওয়েব ডেস্ক: দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপ জিতল ভারত। আর সেই জয় আরও বেশি মধুর হল। কারণ, ভারত ফাইনালে হারাল চিরপ্রতিপক্ষ পাকিস্তানকে! সেটাও কোনওরকমে বা হাড্ডাহাড্ডি কোনও ম্যাচে নয়। বরং, বলা যেতে পারে হাসতে হাসতে। তাই তো দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত জিতল ৯ উইকেটে। বেঙ্গালুরুর চিনস্বামী স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করে পাকিস্তান। ২০ ওভারের শেষে তারা তোলে ১৯৭ রান।
আরও পড়ুন হায়দরাবাদ টেস্টে ভারতকে জিততে সোমবার চাই ৭ উইকেট
প্রায় দুশো রান তাড়া করতে নেমেও কোনও রকম চাপে পড়েনি ভারত। তাই এক উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। এবারের বিশ্বকাপে ৯টি ম্যাচের মধ্যে আটটিতেই জিতেছে ভারতীয় দল। সেমিফাইনালেও ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল ১০ উইকেটে! ফাইনাল ম্যাচের নায়ক ভারতের ওপেনার প্রকাশা জয়রামাইয়া। তিনি অপরাজিত থাকেন ৯৯ রান করে। ভারতের একমাত্র ব্যাটসম্যান হিসেবে আউট হন অজয় কুমার রেড্ডি।