India vs South Africa 2022: বেঙ্গালুরুতে সিরিজ ফয়সালার ম্যাচে খেলতে পারেন উমরান মালিক

উমরান মালিক খেলবেন কিনা তা নিয়ে খোলাখুলি এখনও কিছু জানা যায়নি। তবে উমরানের এই ম্যাচে খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হর্ষল পটেলের জায়গায় ভারতীয় দলের জার্সি গায়ে তাঁর অভিষেক হতে পারে। 

Updated By: Jun 19, 2022, 01:34 PM IST
India vs South Africa 2022: বেঙ্গালুরুতে সিরিজ ফয়সালার ম্যাচে খেলতে পারেন উমরান মালিক
ফোটো- টুইটার

নিজস্ব প্রতিবেদন:  রবিবার বেঙ্গালুরুতে সিরিজ ফয়সালার ম্যাচ। ৫ ম্যাচের টি-২০ সিরিজ এই মুহুর্তে ২-২। সিরিজের প্রথম দুটি ম্যাচ দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হেরে গেলেও শেষ দুই ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন পন্থরা। রবিবার তাই প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার আগে রীতিমতো আত্মবিশ্বাসী কোচ রাহুল দ্রাবিড়ের দল। 
শেষ ম্যাচে ভারতীয় দলে খুব বেশী পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। তবে উমরান মালিক খেলবেন কিনা তা নিয়ে খোলাখুলি এখনও কিছু জানা যায়নি। তবে উমরানের এই ম্যাচে খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হর্ষল পটেলের জায়গায় ভারতীয় দলের জার্সি গায়ে তাঁর অভিষেক হতে পারে। বেঙ্গালুরুর পিচ কিছুটা হলেও সহায়তা করে জোরে বোলারদের। 

বাকি দল অপরিবর্তিত থাকারই সম্ভাবনা। ওপেনিংয়ে দারুণ ছন্দে রয়েছেন ইশান কিষাণ। ৪ ম্যাচে ১৯১ রান করে সবথেকে ধারাবাহিক তিনিই। তবে রুতুরাজ গায়কোয়াড় একেবারেই ফর্মে না থাকলেও তিনি ছাড়া যেহেতু ওপেনার নেই তাই তাকেই খেলানো হবে বলে ধরে নেওয়া যায়। তিনে ব্যাট হাতে ব্যর্থ কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ারও। তবে তাকেও খেলানো হবে বলেই খবর। চারে আসবেন অধিনায়ক ঋষভ পন্থ। তিনিও একেবারেই রান পাননি তাই তাঁর উপর বাড়তি চাপ থাকবে। এরপরে আসবেন যথাক্রমে হার্দিক পান্ডিয়া ও দীনেশ কার্তিক। দুজনেই রয়েছেন দারুণ ছন্দে। কার্তিক রযেছেন স্বপ্নের ফর্মে। ভারতের নতুন ফিনিশারের তকমাও পেয়েছেন তিনি। সাত নম্বরে খেলবেন বাঁহাতি অলরাউন্ডার অক্ষর পটেল। 

আট থেকে এগারোতে খেলবেন চারজন স্পেশালিস্ট বোলার। ভুবনেশ্বর কুমার, আবেশ খান ও যুযবেন্দ্র চাহাল নিশ্চিতভাবেই থাকবেন প্রথম একাদশে। হর্ষল পটেলের জায়গায় উমরান মালিকের খেলার সম্ভাবনা রয়েছে। অপরদিকে দক্ষিণ আফ্রিকা দলেও পরিবর্তন হওয়ার বিশেষ সম্ভাবনা নেই। গত দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছে তাদের। প্রোটিয়া ব্যাটারদের উপর বাড়তি দায়িত্ব থাকবে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন, IPL: একেবারে বদলে যাচ্ছে আইপিএল! আগামীর পরিকল্পনা জানিয়ে দিলেন জয় শাহ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.