নিউজিল্যান্ড সফরে কোহলিদের খেলতে হবে ১৫৫ কিমি গতির নতুন শেন বন্ডকে
ঠান্ডাটা বেশ। হাওয়াও দিচ্ছে বেশ জোরে। পিচটাও বেশ গতিপূর্ণ। এমন সময় ধেয়ে আসছে ১৫৫ কিলোমিটারের গতিবেগের বল। এননটাই দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিদের নিউজিল্যান্ড সফরে। নিউজিল্যান্ডের ফর্ম, র্যাঙ্ক যাই হোক কোহলি, ধাওয়ানদের জন্য অপেক্ষা করছে ১৫৫ কিমি গতির বল। আন্তর্জাতিক ক্রিকেটে যা করতে পেরেছেন মাত্র গুটি কয়েক বোলার, সেটাই করতে চলেছেন অ্যাডাম মিলনে।
ঠান্ডাটা বেশ। হাওয়াও দিচ্ছে বেশ জোরে। পিচটাও বেশ গতিপূর্ণ। এমন সময় ধেয়ে আসছে ১৫৫ কিলোমিটারের গতিবেগের বল। এননটাই দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিদের নিউজিল্যান্ড সফরে। নিউজিল্যান্ডের ফর্ম, র্যাঙ্ক যাই হোক কোহলি, ধাওয়ানদের জন্য অপেক্ষা করছে ১৫৫ কিমি গতির বল। আন্তর্জাতিক ক্রিকেটে যা করতে পেরেছেন মাত্র গুটি কয়েক বোলার, সেটাই করতে চলেছেন অ্যাডাম মিলনে।
-------------------------------------
মিলনের সঙ্গে অনেকে মিল খুঁজে পাচ্ছেন শেন বন্ডের। অকল্যান্ডে ক দিন আগে এক টি টিয়োয়েন্টি ম্যাচে ১৫৩ কিমি গতিবেগের বল করে শোরগোল ফেলে দিয়েছেন মিলনে। দ্রুত গতির পেস বোলিংয়ে ভারতীয় ব্যাটসম্যানদের দু্র্বলতার কথা মাথায় রেখে ধোনিদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ১৪ জনের দলে নেওয়া হয়েছে মিলনেকে।
মিলন বলছেন, তিনি ১৬০ কিমি গিতর বল করার ক্ষমতা রাখেন। এবং সেটা তিনি আন্তর্জাতিক ক্রিকেটেও করে দেখাবেন। গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। খেলেছেন মাত্র ৬টি ওয়ানডে। কিন্তু পেয়েছেন মাত্র ১টি উইকেট। তবে মিলনে বলছেন, ওসব অতীত
ক্রিকেটের চেয়ে ফুটবলকেই বেশি পছন্দ করেন প্যালমারস্টোনের এই দ্রুতগতির পেসার। ২০১১ সালে নিউজিল্যান্ডের ছাতাম কাপের (আই লিগের মত গুরুত্বপূর্ণ) ফাইনালেও খেলেছিলেন। খেলতে চেয়ে ছিলেন ফুটবল, কিন্তু পরে নিজেই বোঝেন বল ছোঁড়ার তাঁর একটা আলাদা দক্ষতা আছে। সেই থেকেই তিনি বোলার হবেন বলে ঠিক করেন।