চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ধোনীরা
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল ভারত। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারাল ধোনিবাহিনী। একটি ম্যাচও না হেরে ফাইনালে ওঠার কৃতিত্ব দেখালেন রোহিত-রায়নারা।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল ভারত। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারাল ধোনিবাহিনী। একটি ম্যাচও না হেরে ফাইনালে ওঠার কৃতিত্ব দেখালেন রোহিত-রায়নারা।
এ দিন টসে জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতীয় দল। কিন্তু শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন ভারতীয় বোলাররা। ভারতীয় বোলারদের দাপটে পঞ্চাশ ওভারে ৮ উইকেটে ১৮০ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ম্যাথিউজ ৫১ রান করেন। ভারতের পক্ষে ইশান্ত ও অশ্বিন তিনটি উইকেট পেয়েছেন। জবাবে মাত্র ২ উইকেট খুইয়ে ভারত জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ৬৮ রান করেন শিখর ধাওয়ান। ৫৮ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। রোহিত শর্মা করেন ৩৩ রান। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল।