৫০ ওভারে ৪৮৫ রান তুলল দ্রাবিড়ের ভারত

পিটিয়ে ছাতু বললেও কম বলা হবে। অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কানাডার বিরুদ্ধে ভারতের জুনিয়র নির্ধারিত ৫০ ওভারে করল ৪৮৫ রান। অল্পের জন্য ৫০০ রান তোলা হল না ভারতের।

Updated By: Jan 23, 2016, 01:41 PM IST
৫০ ওভারে ৪৮৫ রান তুলল দ্রাবিড়ের ভারত

ওয়েব ডেস্ক: পিটিয়ে ছাতু বললেও কম বলা হবে। অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কানাডার বিরুদ্ধে ভারতের জুনিয়র নির্ধারিত ৫০ ওভারে করল ৪৮৫ রান। অল্পের জন্য ৫০০ রান তোলা হল না ভারতের।

বাংলাদেশের সাভারে আয়োজিত এই প্রস্তুতি ম্যাচে  মাত্র ৮৬ বলে ১৩৮ রান করেন অধিনায়ক ঈশান কিষাণ। কিষাণ বাকিদের ব্যাট করার সুযোগ দেওয়ার জন্য অবসৃত হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। শতরান করেন রিকি ভুই (৪৬ বলে ১১৫)।  অর্ধ শতরান করে ঋষভ পান্ত (৬২), মহিহাল লোমোর (৫৫ অপ)। কানাডা দুর্বল দল হলেও প্রস্তুতি ম্যাচে প্রমাণ রাহুল দ্রাবিড়ে কোচিংয়ে খেলা ভারতের ব্যাটিং ঠিক কতটা শক্তিশালী। অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ২৮ জানুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ভারতের গ্রুপে আয়ারল্যান্ড ছাড়াও রয়েছে নেপাল, নিউজিল্যান্ড। নিরাপত্তাজনিত কারণে এই বিশ্বকাপে খেলছে না অস্ট্রেলিয়া। দ্রাবিড়ের ভারত ফেভারিট হিসেবেই নামছে।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান, ৪৪৩ রান শ্রীলঙ্কার, নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

.