SAFF Cup: সাফ কাপের ফাইনালে ভারত, টাইব্রেকারে ধরাশায়ী লেবানন

পেনাল্টিতে অবিশ্বাস্য সেভ করলেন ভারতীয় দলের গোলরক্ষক গুরপ্রীত।

Updated By: Jul 1, 2023, 11:32 PM IST
SAFF Cup: সাফ কাপের ফাইনালে ভারত,  টাইব্রেকারে ধরাশায়ী লেবানন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ১২ থেকে বেড়ে এবার ১৩! ফের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত। সেমিফাইনালে টাইব্রেকারে লেবাননকে হারিয়ে দিলেন সুনীল ছেত্রীরা। পেনাল্টিতে অবিশ্বাস্য সেভ করলেন ভারতীয় দলের গোলরক্ষক গুরপ্রীত।

আরও পড়ুন: West Indies: এবারই প্রথম, ক্রিকেট বিশ্বকাপে নেই ওয়েস্ট ইন্ডিজ!

সাফ চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণকারী দেশগুলির মধ্য়েই ফিফা ক্রমতালিতায় সবচেয়ে উপরে লেবানন। সেই লেবাননের বিরুদ্ধে ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। চেনা ছন্দে ছিলেন না মেন-ইন-ব্লুর ফুটবলাররা। কিন্তু ম্যাচের বয়স যত বাড়ে, ততই যেন ততই আধিপত্য় কায়েম করতে থাকেন সাহাল, মহেশ, ছাংতেরা। বস্তুত, ৭০ মিনিট কার্যত একচেটিয়া আক্রমণ করে গিয়েছে ভারতই। অথচ গোল আসেনি! 

নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য। এরপর অতিরিক্ত সময়েও দাপট ছিল ভারতেরই, কিন্তু গোল হয়নি। উল্টে দুটি ভালো সুযোগ পেয়ে গিয়েছিল লেবানন। লক্ষ্যভেদ  করতে পারেনি তারা। খেলা গড়ায় টাইব্রেকারে। এবার চমকে দেন ভারতের গোলরক্ষক  গুরপ্রীত। লেবাননের প্রথম ও  আটকে দেন তিনি। শেষ শটটি বাইরে মারলেন লেবাননের স্ট্রাইকার। অন্যদিকে ভারতের চারজন পেনাল্টি শুটারই গোল করে যান। ফলে ম্যাচ ৪-২ গোলে জেতে মেন ইন ব্লু। 

আরও পড়ুন: Neeraj Chopra: লসেন ডায়মন্ড লিগে বাজিমাত, খেতাব জিতলেন নীরজ চোপড়া

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.