কাল আবার ভারত - পাকিস্তানের লড়াই, কী হতে চলেছে?

এক বছর আগে শেষ দেখা হয়েছিল। সেই দিনটা ছিল বিরাট কোহলি, সুরেশ রায়নাদের। সেদিন কাজে দেয়নি সোহেল খানের পাঁচ উইকেট, মিসবার দুরন্ত ইনিংস। এক বছর পর সেদিনের বদলা নিতে ফের মখোমুখি চিরশত্রুরা। শনিবার মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের চতুর্থ ম্যাচে মাঠে নামবে ভরত-পাকিস্তান।

Updated By: Feb 26, 2016, 04:13 PM IST
কাল আবার ভারত - পাকিস্তানের লড়াই, কী হতে চলেছে?

ওয়েব ডেস্ক: এক বছর আগে শেষ দেখা হয়েছিল। সেই দিনটা ছিল বিরাট কোহলি, সুরেশ রায়নাদের। সেদিন কাজে দেয়নি সোহেল খানের পাঁচ উইকেট, মিসবার দুরন্ত ইনিংস। এক বছর পর সেদিনের বদলা নিতে ফের মখোমুখি চিরশত্রুরা। শনিবার মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের চতুর্থ ম্যাচে মাঠে নামবে ভরত-পাকিস্তান।

একদিকে ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের সফর শুরু করবে শাহিদ আফ্রিদির ইয়ং টিম অন্যদিকে প্রথম ম্যাচে বড় ব্যাবধানে জিতে অ্যাডভান্টেজে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দু'দলেরই চোখ থাকবে জয়ের দিকে। জয়ের সঙ্গে সঙ্গে চোখ থাকবে মহম্মদ আমেরের দিকেও। শাস্তি কাটিয়ে ফিরে আসার পর আমেরের সঙ্গে টিম ইন্ডিয়ার প্রথম সাক্ষাৎ। তবে ভারত-পাকিস্তান যুদ্ধে খলনায়ক হতে পারে বৃষ্টি। শনিবার সকাল থেক ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। যদিও আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, সন্ধ্যে নাগাদ বিপদ কেটে যাবে।  ধোনি-আফ্রিদির মহাভারতে বাধ সাধবে না বৃষ্টি।

সম্ভাব্য ভারতীয় দল- শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেট রক্ষক), হার্দিক পাণ্ড্য, জাদেজা, অশবিন, আশিষ নেহরা, জসপ্রীত বুমরা।

সম্ভাব্য পাক দল- সরফরাজ আহমেদ (উইকেট রক্ষক), মহম্মদ হাফিজ, শরজিল খান, শোয়েব মালিক, শাহিদ আফ্রিদি (ক্যাপ্টেন), উমর আকমল, আনোয়ার আলি, ওয়াহাব রিয়াজ, মহম্মদ ইরফান, উমাদ ওয়াসিম।

.