পাকাপাকি ভাবে বাতিল হল ভারতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর!

শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার।

Updated By: Jun 12, 2020, 10:00 AM IST
পাকাপাকি ভাবে বাতিল হল ভারতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর!

নিজস্ব প্রতিবেদন: বিশ্বজুড়ে মারণ ভাইরাসের কারণে জুন মাস পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সুতরাং জুন মাসে ভারতের শ্রীলঙ্কা সফর যে বাতিল হতে চলেছে তার ইঙ্গিত আগেই মিলেছিল। পাকাপাকিভাবে বাতিল হল জুন মাসে ভারতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী জুন মাসের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার। যদিও করোনা ভাইরাসের কারণে সেই সিরিজ ঘিরে অনিশ্চয়তা ছিল। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল সিরিজ বাতিলের কথা জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, " বর্তমান পরিস্থিতিতে জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।"

অগাস্টে শ্রীলঙ্কা সফরে যেতে পারে টিম ইন্ডিয়া, আশাবাদী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের সঙ্গে এ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বিসিসিআই-এর। তবে, সবটাই অবশ্য নির্ভর করছে সরকারের সবুজ সংকেতের ওপরই।

আরও পড়ুন- পুজোর আগেই ক্লোজড ডোর আইপিএল করার ভাবনা সৌরভের বোর্ডের  

.