সেরা পেসারদের বাইরে রেখে স্পিনার বোঝাই দল নামাল নিউজিল্যান্ড--LIVE update
টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে দল গঠনে চমক দেখাল নিউজিল্যান্ড..নাগপুরে ভারতের বিরুদ্ধে ম্যাচে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিকোলাস, ম্যাকক্লানেঘানদের মত পেসারদের বাইরে রেখে স্পিনারদের ওপর আস্থা রেখেই নামছে কিউইরা। পিচের চরিত্রের কথা মাথায় রেখেই সাউদি, বোল্টদের বাদ দেওয়া হয়েছে বলে কিউই অধিনায়ক ট্রেন্ট বোল্ট জানিয়েছেন। কিউই দলে রয়েছেন সোধি, স্যানটনার, ম্যাকালামের মত স্পিনাররা কিউইদের একাদশ দেখে চমকে গিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পিচ যতই টার্ন করুক, ভারতের মত দেশের বিরুদ্ধে বোল্ট, সাউদিদের বাদ দেওয়াটাকে সিংহভাগ বিশেষজ্ঞই একমত হতে পারছেন না। এখন দেখার সবাইকে ভুল প্রমাণ করে দিতে পারে কিনা নিউজিল্যান্ড। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অবশ্য দলগঠনে কোনও চমকের পথে হাঁটেননি। দলে জায়গা পাননি সামি।
ওয়েব ডেস্ক: টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে দল গঠনে চমক দেখাল নিউজিল্যান্ড..নাগপুরে ভারতের বিরুদ্ধে ম্যাচে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিকোলাস, ম্যাকক্লানেঘানদের মত পেসারদের বাইরে রেখে স্পিনারদের ওপর আস্থা রেখেই নামছে কিউইরা। পিচের চরিত্রের কথা মাথায় রেখেই সাউদি, বোল্টদের বাদ দেওয়া হয়েছে বলে কিউই অধিনায়ক ট্রেন্ট বোল্ট জানিয়েছেন। কিউই দলে রয়েছেন সোধি, স্যানটনার, ম্যাকালামের মত স্পিনাররা কিউইদের একাদশ দেখে চমকে গিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পিচ যতই টার্ন করুক, ভারতের মত দেশের বিরুদ্ধে বোল্ট, সাউদিদের বাদ দেওয়াটাকে সিংহভাগ বিশেষজ্ঞই একমত হতে পারছেন না। এখন দেখার সবাইকে ভুল প্রমাণ করে দিতে পারে কিনা নিউজিল্যান্ড। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অবশ্য দলগঠনে কোনও চমকের পথে হাঁটেননি। দলে জায়গা পাননি সামি।
ভারতের একাদশ--শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, আশিষ নেহেরা, জশপ্রিত বোমরা। দ্বাদশ ব্যক্তি-আজিঙ্কা রাহানে।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গুপ্তিল, কলিন মুনরো, রস টেলর, লুক রঞ্চি, কোরি অ্যান্ডারসন, ন্যাথান ম্যাকালাম, গ্রান্ট ইলিয়ট, অ্যাডাম মিলনে, ইন্দ্রবীর সোধি, মিচেল স্যানটনার।