ভারত-কিউই সিরিজে টসে বারবার এমন ঘটছে
টেস্টে সিরিজে তিনটে ম্যাচ, ধরমশালায় প্রথম ওয়ানডে-র পর দ্বিতীয়টাতেও টসে সেই এক ফল। নিউজিল্যান্ডের ভারত সফরে এখনও জয়ের দেখা নেই, তেমনই কিউইরা এখনও টসে জেতেনি। তিনটে টেস্টে, ধরমশালায় ওয়ানডে-র পর দিল্লি ওয়ানডে টসেও সেই এক ফল। টসে জিতল ভারত। বিরাট কোহলির পর কিউইদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে টসে জিতলেন ধোনি।
ওয়েব ডেস্ক: টেস্টে সিরিজে তিনটে ম্যাচ, ধরমশালায় প্রথম ওয়ানডে-র পর দ্বিতীয়টাতেও টসে সেই এক ফল। নিউজিল্যান্ডের ভারত সফরে এখনও জয়ের দেখা নেই, তেমনই কিউইরা এখনও টসে জেতেনি। তিনটে টেস্টে, ধরমশালায় ওয়ানডে-র পর দিল্লি ওয়ানডে টসেও সেই এক ফল। টসে জিতল ভারত। বিরাট কোহলির পর কিউইদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে টসে জিতলেন ধোনি।
আরও পড়ুন- খেলার সব খবর
দিল্লি ওয়ানডে-তে অপরিবর্তিত দল নিয়েই নামল ভারত। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। ম্যাচের প্রথম ওভারেই উমেশ যাদবের বলে শূন্য রানে আউট হয়ে যান মার্টিন গুপ্তিল (০)। নতুন বলে উমেশের সঙ্গী অভিষেক ওয়ানডেতেই ম্যাচ সেরার পুরস্কার পাওয়া হার্দিক পান্ডিয়া।