ভামব্রির হার, প্রত্যাবর্তনের টাইয়ে ট্র্যাজিক পরিণতি
ডেভিস কাপে সার্বিয়ার বিরুদ্ধে টাইয়ে শেষরক্ষা হল না ভারতের। রাবারের মীমাংসসূচক ম্যাচে য়ুকি ভামব্রির হারে শেষ অবধি ওয়ার্ল্ড গ্রুপে ওঠা হচ্ছে না ভারতের। লিয়েন্ডার- বোপান্নাদের ডাবলসে অসাধারণ জয়, ফিরতি সিঙ্গলসে সোমদেবের দুরন্ত জয়ের পর রাবারে ভারত সমতায় ফিরে এসেছিল। তবে শেষ ম্যাচে হারের পর আশা শেষ হয়ে গেল ভারতের।
ওয়েব ডেস্ক: ডেভিস কাপে সার্বিয়ার বিরুদ্ধে টাইয়ে শেষরক্ষা হল না ভারতের। রাবারের মীমাংসসূচক ম্যাচে য়ুকি ভামব্রির হারে শেষ অবধি ওয়ার্ল্ড গ্রুপে ওঠা হচ্ছে না ভারতের। লিয়েন্ডার- বোপান্নাদের ডাবলসে অসাধারণ জয়, ফিরতি সিঙ্গলসে সোমদেবের দুরন্ত জয়ের পর রাবারে ভারত সমতায় ফিরে এসেছিল। তবে শেষ ম্যাচে হারের পর আশা শেষ হয়ে গেল ভারতের।
কিন্তু মীমাংসসূচক টাইয়ে প্রথম সেটে ইউকি হারের পর, দ্বিতীয় সেটে ৪-৪ থাকায় অবস্থায় বৃষ্টি নামায় কালকের খেলা আজ সকালে শুরু হয়। সেই ম্যাচে ফিলিপ ক্রাজিনোভিচের কাছে যুকি হারলেন ৩-৬,৪-৬,৪-৬।
২০১০ সালে ডেভিস কাপে চ্যাম্পিয়ন হয় এই সার্বিয়া।