সাত বছর পর ডেভিস কাপে ঘরের মাঠে হারল ভারত
লিয়েন্ডার পেজ আশা বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু বিদ্রোহের কোপে পড়া ভারতীয় টেনিস বাঁচতে পারল না। ডেভিস কাপ টাইয়ে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেল ভারত। প্রথম দুই সিঙ্গলসে হারের পর ডাবলসে জেতে ভারত।
লিয়েন্ডার পেজ আশা বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু বিদ্রোহের কোপে পড়া ভারতীয় টেনিস বাঁচতে পারল না। সাত বছর পর ডেভিস কাপে ঘরের মাঠে হারল ভারত। ডেভিস কাপের লড়াইয়ে ৪-১ ফলাফলে ভারতকে হারাল কোরিয়া। ফিরতি সিঙ্গলসে অসহায় আত্মসমর্পন অনভিজ্ঞ রঞ্জিত এবং বিজয়ন্তের। দুটি ম্যাচেই তাঁদের স্ট্রেট সেটে হারান কোরিয়রা।
প্রসঙ্গত, প্রথম দুই সিঙ্গলসে হারের পর ডাবলসে জেতে ভারত।
তাই টাইয়ে জয় পেতে হলে রবিবার ফিরতি দুটো সিঙ্গলস ম্যাচেই ভারতকে জিততে হত। কিন্তু আজ দিনের প্রথম টাইয়েই ভি এম রণজিত হেরে যাওয়ায় সব আশা শেষ হয়ে গেল। রণজিত হারলেন র্যাঙ্কিংয়ে তাঁর চেয়ে ১৯০ ধাপ পিছনে থাকা সুক ইংয় জিওংয়ের বিরুদ্ধে। দু ঘণ্টা ২৩ মিনিট ধরে চলা ম্যাচে রণজিত হারলেন স্ট্রেট সেটে ৪-৬, ৪-৬, ২-৬। দ্বিতীয় ম্যাচে বিজয়ন্ত মালিকও স্ট্রেট সেটে হেরে যান। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ঘরের মাঠে ডেভিস কাপের প্লে অফ টাইয়ের প্রথম রাউন্ডে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে ভারত।