বিশ্বকাপ থেকে ঝুলনদের বিদায়
মহিলা ক্রিকেট বিশ্বকাপের শুরুতেই বিদায় নিল ভারত। মঙ্গলবার শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ লিগেই বিদায় নিলেন ঝুলনরা। আজ গ্রুপ লিগের তৃতীয় তথা শেষ ম্যাচটা প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে জিততে হত ভারতকে। কিন্তু আজ সব কিছুই খারাপ হল ভারতের। ডু অর ডাই ম্যাচে ভারত হারল ১৩৮ রানে। ২৮২ রান তাড়া করতে নেমে ভারতীয়দের ইনিংস শেষ হয়ে গেল ভারতের।
শ্রীলঙ্কা-- ২৮২/৫। ভারত-- ১৪৪ (৪২.২ ওভার)
মহিলা ক্রিকেট বিশ্বকাপের শুরুতেই বিদায় নিল ভারত। মঙ্গলবার শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ লিগেই বিদায় নিলেন ঝুলনরা। আজ গ্রুপ লিগের তৃতীয় তথা শেষ ম্যাচটা প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে জিততে হত ভারতকে। কিন্তু আজ সব কিছুই খারাপ হল ভারতের। ডু অর ডাই ম্যাচে ভারত হারল ১৩৮ রানে। ২৮২ রান তাড়া করতে নেমে ভারতীয়দের ইনিংস শেষ হয়ে গেল ভারতের।
দেশে মহিলা ক্রিকেটকে জনপ্রিয় করতে এবার বিশ্বকাপের মঞ্চকে বেছে নেওয়ার কথা বলেছিলেন ঝুলনরা। কিন্তু গ্রুপ লিগের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে জয়ের পর বাকি দুটো ম্যাচে ঝুলনরা যেমন খেললেন তাতে ভরাডুবিই হাতে এল। চলতি বিশ্বকাপে তিনটে ম্যাচের মধ্যে দুটোতে হেরে বিদায় নিল ভারত। যে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ধোনিবাহিনী সেই শ্রীলঙ্কার মেয়েদের কাছে নাস্তানাবুদ হল ঝুলন গোস্বামীরা। ভারতকে হারিয়ে সুপার সিক্সে উঠে গেলেন জয়সূর্য, সাঙ্গাকারাদের দেশের মহিলা ক্রিকেটরা। আট দেশীয় প্রকতিযোগিতার পরবর্তী রাউন্ডে উঠল ছটা দল। দুটো গ্রুপেহ সবার শেষের দুটো দল থাকল ভারত, পাকিস্তান। এখন ঝুলনরা লাস্ট গার্লের লজ্জা এড়াতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে প্লে অফ ম্যাচে। ম্যাচটা হবে ৭ ফেব্রুয়ারি , কটকে।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ২৮২ রান। ঝুলন শুরুটা দারুণ করেন। বাংলার পেসার ৩ উইকেট পেলেও দশ ওভারে দিলেনে ৬২ রান। ২৮৩ রান করলে সুপার সিক্সে ওঠা যাবে এমন শর্তে ব্যাট করতে নেমে ভারতীয় প্রমীলারা হতাশ করলেন। ৬৯ রানের মধ্যেই পাঁচ ভারতীয় ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান। এরপরে সব কিছুই নিয়ম মেনেই হল। ভারত অলআউট হল ১৪৪ রানে। দেশে বিশ্বকাপ হবে অথচ ঝুলন, কামিনী, মিথালিরা দর্শকই থেকে যাবেন।
সুপার সিক্সে কোন কোন দেশ উঠল--
গ্রুপ এ--ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ
গ্রুপ বি--অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা