ICC World Cup 2019: ধাওয়ান ধামাকা! শিখরের সেঞ্চুরি, বিরাট-রোহিতের হাফ সেঞ্চুরি, অজিদের বিরুদ্ধে ৩৫২ রান তুলল টিম ইন্ডিয়া

একদিনের ক্রিকেটে ১৭ তম সেঞ্চুরি করার পাশাপাশি বিশ্বকাপের তৃতীয় শতরান করে ফেললেন গব্বর।

Updated By: Jun 9, 2019, 06:56 PM IST
ICC World Cup 2019: ধাওয়ান ধামাকা! শিখরের সেঞ্চুরি, বিরাট-রোহিতের হাফ সেঞ্চুরি, অজিদের বিরুদ্ধে ৩৫২ রান তুলল টিম ইন্ডিয়া

নিজস্ব প্রতিবেদন : গব্বর ইজ ব্যাক! অজিদের বিরুদ্ধে শতরান করলেন শিখর ধাওয়ান। বিরাটের বিরাশি। রোহিতের হাফ সেঞ্চুরি। হার্দিক-ধোনির ঝোড়ো ব্যাটিং। অজিদের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান তুলল ভারত।

রবিবার ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখেই অজিদের বিরুদ্ধে মাঠে নামে টিম ইন্ডিয়া। শুরুতেই দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান স্টার্ক-কামিন্সদের বিরুদ্ধে সতর্ক থাকলেও ধীরে ধীরে জেগে ওঠেন। ১২৭ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন দুজনে। ৭০ বলে ৫৭ রান করে আউট হলেন আগের ম্যাচে অপরজাতি শতরান করা রোহিত শর্মা। কিন্তু দুরন্ত শতরান করলেন শিখর ধাওয়ান। একদিনের ক্রিকেটে ১৭ তম সেঞ্চুরি করার পাশাপাশি বিশ্বকাপের তৃতীয় শতরান করে ফেললেন গব্বর। ১০৯ বলে ১১৭ রান করলেন শিখর।

 

বিরাটের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯৩ রানের পার্টনাশপিপ গড়েন ধাওয়ান। শিখর ধাওয়ান আউট হতেই অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে জুটি বাঁধেন হার্দিক পাণ্ডিয়া। ঝোড়ো ব্যাটিং করতে থাকেন হার্দিক। ২৭ বলে ৪৮ রান করে আউট হলেন তিনি। হার্দিক আউট হতেই ওভালে ধোনি ধামাকা। ১৪ বলে ২৭ রান করে আউট হলেন ধোনিও।৭৭ বলে ৮২ রান করে আউট হলেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান তুলল ভারত। অজিদের সামনে টার্গেট ৩৫৩ রানের।  

আরও পড়ুন - ICC World Cup 2019: হলুদ উধাও! ওভালের গ্যালারি নীল রঙা ভারতীয় জার্সির দখলে

.