লঙ্কা জিতে এশিয়া কাপের ফাইনালে ভারত

এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক। বাংলাদেশে, পাকিস্তানের পর শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম টি২০ এশিয়া কাপের ফাইনালে ওঠা কার্যত নিশ্চিত হয়ে গেল ভারতের। কার্যত কথাটা শুধু একটাই কারণে। সেটা হল পয়েন্ট তালিকার বিচারে। কিন্তু ধোনিরা যেভাবে খেলছেন, তাতে কার্যত শব্দটার এখন আর কোনও প্রয়োজন পড়ছে না। বৃহস্পতিবার সংযুক্ত আরবআমিরশাহিকে হারিয়ে ফাইনালে ওঠাটা সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে। কাল, বুধবার বাংলাদেশকে পাকিস্তান হারিয়ে দিলেই এক ম্যাচ বাকি থাকতেই সরকারীভাবে ফাইনালে উঠে যাবে ভারত।

Updated By: Mar 2, 2016, 02:30 PM IST
লঙ্কা জিতে এশিয়া কাপের ফাইনালে ভারত
শ্রীলঙ্কা- 138/9 (20/20 ov)
ভারত- 142/5 (19.2/20 ov)

ওয়েব ডেস্ক: এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক। বাংলাদেশে, পাকিস্তানের পর শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম টি২০ এশিয়া কাপের ফাইনালে ওঠা শ্চিত হয়ে গেল ভারতের।

আজ, মীরপুরে শ্রীলঙ্কা ১৩৮ রানে বেধে রেখে অর্ধেকের বেশি কাজটা ভালভাবেই সেরে ফেলছিলেন ভারতীয় বোলাররা। কোহলি-যুবরাজরা বাকি কাজটা দক্ষতার সঙ্গেই সেরে ফেললেন। অবশ্য রান তাড়া করতে নেমে ১৬ রানে ২ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিলেন ভারতীয়রা। সেখান থেকে প্রথমে রায়নাকে নিয়ে, তারপর যুবিকে সঙ্গী করে কোহলি দলের জয় নিশ্চিত করলেন। কমেন্টেররাই বললেন, জীবনের সেরা ফর্মে আছেন কোহলি। পাকিস্তান ম্যাচ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন আজ। ৪৭ বলে করলেন দারুণ কার্যকরী অপরাজিত ৫৬ রান। তবে জয়ের মতই ধোনির কাছে দারুণ খবর হল যুবির ফর্মে ফেরা। ৩০ বলে ৩৫ রানের যুবির ইনিংসের ৩টা ছক্কা ছিল দেখার মত। মাঝেমাঝেই মনে হচ্ছিল যুবি ইজ ব্যাক।

ব্যাপার কী দাঁড়াল?ভারতকে রোখা যাচ্ছে না। লঙ্কা বিদায়ের পর মনে হচ্ছে নিজেদের পায়ে কুড়ুল না মারলে এই এশিয়া কাপে ধোনিদের রোখা যাবেও না।    

.